পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: কর্ণাটকে ভোট পড়ল 66.30 শতাংশ, বুথ ফেরৎ সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত - বাড়ি থেকে ভোট দেওয়ার প্রক্রিয়া

বুধবার কর্ণাটক বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলে ৷ 13 মার্চ ফল ঘোষণা ৷ মনে করা হচ্ছে, দক্ষিণের এই রাজ্যটিতে কংগ্রেস বনাম বিজেপি লড়াই বেশ জোরদার হবে ৷

Karnataka Assembly Election
কর্ণাটক বিধানসভা নির্বাচন

By

Published : May 10, 2023, 7:57 AM IST

Updated : May 10, 2023, 8:07 PM IST

বেঙ্গালুরু, 10 মে: শেষ কর্ণাটক বিধানসভার ভোটগ্রহণ ৷ সকালে বেঙ্গালুরুর আরআর নগর বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মক পোল শুরু হয় ৷ নির্বাচনী আধিকারিকরা ভিভি প্যাট এবং ইভিএম মেশিন পরীক্ষা-নিরীক্ষা করেন ৷ এরপরই শুরু হয় হয় ভোটগ্রহণ । সকাল 9টার পর নির্বাচন কমিশন জানায় প্রথম দু'ঘণ্টায় ভোট পড়েছে 8.26 শতাংশ । বেলা একটু বাড়তেই বিভিন্ন জায়গায় ভোটারদের সংখ্যা একটু একটু বাড়তে থাকে । শেষ পর্যন্ত ভোট পরে 66. 30 শতাংশ ৷ সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলে ভোটগ্রহণ ৷ এদিন বিভিন্ন বুথ ফেরৎ সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত মিলেছে ৷ তবে বেশিরভাগ এক্সিট পোলেই আসন জয়ের পূর্বাভাসে ক্ষমতাসীন বিজেপির তুলনায় এগিয়ে রাখা হয়েছে কংগ্রেসকে ৷

সকাল 7.50 মিনিটে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ৷ তিনি 100 শতাংশ নিশ্চিত যে রাজ্যবাসী বিজেপিকে ভোট দিয়ে জেতাবে ৷ 75-80 শতাংশ মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে ৷ ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি ৷ তাঁর ভবিষ্যদ্বাণী, এবার 130-135টি আসনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি ৷ ইয়েদুরাপ্পা যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানে বিজেপি প্রার্থী বি ওয়াই বিজয়েন্দ্র ৷ বর্ষীয়ান বিজেপি নেতার ভবিষ্যদ্বাণী, বিজয়েন্দ্র 40 হাজার ভোটে জয়ী হবেন ৷ উল্লেখ্য, বিজয়েন্দ্র এই প্রথমবার প্রার্থী হয়েছেন ৷

224 আসনের এই বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল এদিন ৷ শনিবার ফল ঘোষণা হবে ৷ 2 হাজার 615 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ মোট ভোটার 5 কোটি 10 লক্ষ 55 হাজার 172 জন মানুষ 58 হাজার ৷ ভোট প্রার্থীদের মধ্যে 2 হাজার 403 জন পুরুষ, 184 জন মহিলা এবং 1 জন তৃতীয় লিঙ্গের ৷

ভোটারদের মধ্যে 2 কোটি 58 লক্ষ 1 হাজার 408 জন পুরুষ, 2 কোটি 52 লক্ষ 48 হাজার 925 জন মহিলা ভোটার ৷ 11 লক্ষ 71 হাজার 558 জন তরুণ ভোটার৷ 12 লক্ষ 15 হাজার 920 জন ভোটারের বয়স 80 পেরিয়ে গিয়েছে৷ 5 লক্ষ 71 হাজার 281 জন বিশেষভাবে সক্ষম ভোটার ৷ নির্বাচন কমিশনের দাবি, ভোটের আগে কর্ণাটকে 375 কোটি টাকার মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: 'সোনিয়া গান্ধি সম্পর্কে মিথ্যে কথা বলছেন মোদি', নির্বাচন কমিশনকে চিঠি অধীরের

সংবেদনশীল ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে কোনও রকম কারচুপি রুখতে মাইক্রো অবজার্ভার, ওয়েবকাস্টিং এবং একাধিক সিসিটিভি রাখা হয়েছিল ৷ এই প্রথমবার নির্বাচন কমিশন 80 বছরের বেশি বয়সিদের জন্য বাড়ি থেকে ভোট দেওয়ার বন্দোবস্ত করা হয় এই রাজ্যে ৷ 40 শতাংশেরও বেশি বিশেষ ভাবে সক্ষম ভোটাররাও বাড়ি থেকে ভোট দেন ৷ 29 এপ্রিল থেকে এই অশীতিপর ও বিশেষভাবে সক্ষমদের এই বাড়ি থেকে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ 99 লক্ষ 529 হাজার ভোটার বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন ৷ এর মধ্যে 94 হাজার 931 জন ইতিমধ্যে ভোট দিয়েছেন ৷

2018 সালের বিধানসভা নির্বাচনে 224 আসনের মধ্যে 104টিতে জয়ী হয় গেরুয়া শিবির ৷ কংগ্রেসের দখলে 80টি, জেডি(এস) 37 এবং এক নির্দল প্রার্থী, বিএসপি এবং কেপিজেপি একটি করে আসনে জয় লাভ করেন ৷ তৈরি হয় জোট সরকার । পরে সেই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফের মসনদে আসে বিজেপি । মুখ্যমন্ত্রী হন বিএস ইয়েদুরাপ্পা ৷ পরে তাঁকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় বিজেপি ৷

Last Updated : May 10, 2023, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details