কানপুর, 4 নভেম্বর: মহামারি, ডেঙ্গির পর এবার জিকা ভাইরাস ঘিরে আতঙ্ক বাড়ছে উত্তরপ্রদেশের । শুধুমাত্র কানপুরেই জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 36 জন । আক্রান্তদের মধ্যে রয়েছেন 2 গর্ভবতী মহিলাও । তাতেই বাড়ি বাড়ি গিয়ে এবার জিকা ভাইরাস পরীক্ষা এবং নমুনা সংগ্রহের উদ্যোগ শুরু হয়েছে সেখানে । প্রশাসনের আশঙ্কা, তড়িঘড়ি ব্যবস্থা না নেওয়া হলে জিকা ভাইরাসের ‘হটস্পট’ হয়ে উঠতে পারে কানপুর ।
বুধবার পর্যন্ত কানপুরের তিওয়ারিপুর, আশরফাবাদ, পোখরাবাদ, শ্যামনগর এবং আদর্শ নগর এলাকায় জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে । কানপুরের চিফ মেডিক্যাল অফিসার নেপাল সিং বলেন, ‘‘গত কাল পর্যন্ত 11 জনের শরীরে সংক্রমণ পাওয়া গিয়েছিল ৷ তাতে আরও 25 জন আক্রান্ত যোগ হয়েছেন ৷ বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ শুরু হয়েছে ৷’’
আরও পড়ুন:Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদী-শাহকে কটাক্ষ বিরোধীদের