পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Died by Suicide: আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, ঘটনার ভিডিয়ো করতেই ব্যস্ত স্বামী ! - কানপুরের খবর

রক্ষা করার পরিবর্তে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ভিডিয়ো করলেন স্বামী(Died by Suicide)৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে ৷

Etv Bharat
কানপুর

By

Published : Oct 27, 2022, 2:13 PM IST

কানপুর (উত্তর প্রদেশ), 27 অক্টোবর: সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন স্ত্রী, স্বামী ব্যস্ত সেই মুহূর্তের ভিডিয়ো বানাতে ৷ আশ্চর্যের হলেও বুধবার এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে(Kanpur News)৷ আত্মহত্যা করতে গিয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার পর সবিতা গুপ্ত নামে ওই মহিলা যখন ফ্যানের সঙ্গে ঝুলতে যাচ্ছেন, তখন স্ত্রীকে বাঁচানোর পরিবর্তে স্বামী সঞ্জীব সেই ঘটনার ভিডিয়ো করছিলেন(Kanpur Man Records Wife Attempting Suicide on Camera)৷ এরপর সঞ্জয় তার শ্বশুর ও শাশুড়িকে খবর দিলে তাঁরা পৌঁছে দেখেন সবিতার দেহ বিছানায় পড়ে রয়েছে ৷

এই বিষয়ে সবিতার বাবা রাজকিশোর জানান, আমাদের মেয়ের দেহ তখন বিছানায় পড়ে ৷ সঞ্জীব তখন হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে পাম্প করছিল ৷ এরপর আমরা তড়িঘড়ি মেয়েকে নিয়ে হাসপাতালে যেতেই সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ সঞ্জীব একটা ভিডিয়ো দিয়ে বলেছিল সবিতা নাকি আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল ৷

খবর পেয়ে পুলিশ এসে সবিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ এই ঘটনায় এসিপি অনুপ সিং জানান, ভিডিয়ো-সহ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তিনি আরও বলেন,"স্বামীর সঙ্গে ঝগড়ার পরই আত্মহত্যা করেন সবিতা ৷ খবর পেয়েই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ ওঁর স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন :গাড়ি পার্ক করা নিয়ে বচসা, গাজিয়াবাদে যুবককে মাথা থেঁতলে খুন

ABOUT THE AUTHOR

...view details