পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kamal Haasan on Hindi: হিন্দি চাপিয়ে দিলে বিরোধিতা হবেই, মন্তব্য কমল হাসানের

হিন্দি ভাষা (Hindi Language) চাপিয়ে দেওয়ার বিরোধিতায় সরব হলনে দক্ষিণের সুপারস্টার কমল হাসান (Kamal Haasan) ৷ তাঁর কথায়, হিন্দি চাপিয়ে দেওয়া হলে, তা বোকামি হবে ৷

By

Published : Dec 26, 2022, 12:48 PM IST

Kamal Haasan on Hindi
দক্ষিণ ভারতের সুপারস্টার কমল হাসান

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: যেকোনও ভাষা কারও উপর চাপিয়ে দেওয়া আসলে বোকামি ৷ আর তা চাপিয়ে দেওয়া হলে বিরোধিতা হবেই ৷ হিন্দি ভাষা নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার কমল হাসান (Kamal Haasan) ৷

হিন্দি ভাষা সম্পর্কে তাঁর বক্তব্য (Kamal Haasan on Hindi), অন্যের ওপর চাপিয়ে দেওয়া বোকামি, চাপিয়ে দিলে বিরোধিতা করা হবে । আসলে, কমল হাসান কেরালার সিপিএম (CPIM) সাংসদ জন ব্রিটোসের টুইট রিটুইট করার সময় এটি লিখেছেন । অভিনেতা সংসদে হিন্দি ভাষায় (Hindi Language) উপহাস নিয়ে সাংসদ জন ব্রিটোসের বক্তব্যের ভিডিওটি টুইট করেছিলেন এবং বলেছিলেন যে অন্য ভাষা শেখা বা বলা একটি ব্যক্তিগত পছন্দ ।

কমল হাসান তাঁর টুইটে তামিল ভাষায় (Tamil Language) লিখেছেন, ‘‘মাতৃভাষা আমাদের জন্মগত অধিকার, অন্যান্য ভাষা শেখা এবং ব্যবহার করা ব্যক্তিগত পছন্দের বিষয় ৷ গত 75 বছর ধরে এটি দক্ষিণ ভারতের অধিকার ৷ উত্তর পূর্ব ভারতেও এটি দেখা যায় । হিন্দিকে অন্যের উপর চাপিয়ে দেওয়া অজ্ঞতা, যা চাপিয়ে দেওয়া হবে তার বিরোধিতা করা হবে ।’’

তারপর সাংসদ জন ব্রিটোসের টুইট রিটুইট করে কমল হাসান লিখেছেন যে কেরালা তাকেই দেখানো হয় এবং এই কথাটি অর্ধেক ভারতের জন্য একটি প্রবাদ । সাবধান, পোঙ্গল আসছে । ওহো ! ক্ষমা করুন আপনাদের বোঝার জন্য 'সজাগ থাকুন' ৷

প্রসঙ্গত, ভারতে হিন্দি ভাষা নিয়ে বিতর্ক নতুন নয় ৷ বিশেষ করে কেন্দ্রে যখন বিজেপির সরকার ক্ষমতায় থাকে, তখনই এই বিতর্ক মাথাচাড়া দেয় ৷ কারণ, বিজেপির (BJP) বিরুদ্ধে বারবার বিরোধীরা জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলে ৷ ফলে এই টুইট করে কমল হাসান আসলে বিজেপিকেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে ৷

তার উপর কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রায় সম্প্রতি সামিল হতে দেখা গিয়েছিল দক্ষিণের সুপারস্টার কমল হাসানকে ৷ রাহুল গান্ধির (Rahul Gandhi) পাশে তাঁকে দীর্ঘক্ষণ হাঁটতেও দেখা যায় সেদিন ৷ রাহুল গান্ধির নেতৃত্বে চলা এই যাত্রায় এখনও পর্যন্ত অনেক চলচ্চিত্র তারকাকে যোগ দিতে দেখা গিয়েছে ৷ তাছাড়া বহু সাধারণ মানুষও ভিড় করছেন সেখানে ৷ তবে কমল হাসান এই যাত্রার প্রথম পর্যায়ের একেবারে শেষের দিকে যোগ দেন ৷ সেই কারণে তাঁর এই হিন্দি ভাষা নিয়ে মতামত প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:ক্ষমতা থাকলে গুজরাতে হিন্দি চালু করুক ! বিজেপিকে হুঁশিয়ারি কেসিআরের দলের

ABOUT THE AUTHOR

...view details