পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hemant Soren Wife ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্তপত্নী কল্পনা, বাড়ছে জল্পনা - হেমন্ত সোরেন পত্নী

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Jharkhand CM Hemant Soren) বিরুদ্ধে ওঠা অফিস অফ প্রফিটের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালকে তাঁর পদ খারিজের সুপারিশ করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India recommends cancellation of MLA post of CM Hemant Soren) ৷ মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রিত্বের পদে বসাতে পারেন হেমন্ত সোরেন (Hemant Soren wife Kalpana Soren) ৷

Hemant Soren Wife
Etv Bharat

By

Published : Aug 25, 2022, 8:35 PM IST

রাঁচি, 25 অগস্ট: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Jharkhand CM Hemant Soren) বিরুদ্ধে ওঠা 'অফিস অফ প্রফিট'-এর অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতি ৷ ইতিমধ্যেই হেমন্তের বিরুদ্ধে 'অফিস অফ প্রফিট ম্যাটার' নিয়ে নির্বাচন কমিশন তাদের মতামত জানিয়েছে ৷ সূত্রের খবর, তাঁর বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India recommends cancellation of MLA post of CM Hemant Soren) ৷ এই সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ঝাড়খণ্ডের রাজভবনে ৷ এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর তরফে বিশেষ কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, বিরোধী বিজেপি ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়েছে ৷ তাদের নিশানায় ক্ষমতাসীন জেএমএম ও কংগ্রেস জোট ৷

তবে এসবের মাঝেই ঝাড়খণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে ৷ আর সেই সূত্রেই উঠে আসছে বিহারের কথা ৷ 1997 সালের জুলাই মাসে বিহারের রাজনৈতিক পরিবর্তন চমকে দিয়েছিল দেশকে ৷ মনে করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ঝাড়খণ্ডেও একই প্রয়োগ সম্ভব ৷ 1997 সালে পশুখাদ্য কেলেঙ্কারির জেরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে ৷ সেসময় সকলকে চমকে দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন লালুপত্নী রাবড়ি দেবী ৷ মনে করা হচ্ছে হেমন্ত সোরেনও সেই পথেই হাঁটতে পারেন ৷ পদ গেলে তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর আসনে বসাতে পারেন স্ত্রী কল্পনা সোরেনকে (Kalpana Soren) ৷ তবে দলের মধ্যে কল্পনা সোরেনের নামে সম্মতি রয়েছে বলেই খবর ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের রাজভবনে নির্বাচন কমিশনের চিঠি, বিধায়ক পদ হারানোর পথে মুখ্যমন্ত্রী সোরেন

হেমন্তের বিরুদ্ধে রাজ্যপাল পদক্ষেপ করতে পারেন, এই সম্ভাবনা প্রবল হতেই, বিকল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে জেএমএম ও কংগ্রেস জোট ৷ সেই বিকল্পগুলির মধ্যেই ওঠে আসছে হেমন্তপত্নী কল্পনা সোরেনের নাম (wife of Hemant Soren) ৷ কল্পনা মুখ্যমন্ত্রী হলে আদতে ক্ষমতা হেমন্ত সোরেনের কাছেই থাকবে, এই ফর্মুলাতেই এগোতে চাইছে জেএমএম ৷ তবে কল্পনা সোরেন ওড়িশার মেয়ে ৷ সেক্ষেত্রে তিনি ঝাড়খণ্ডের কোনও আসন থেকে জিতে বিধায়ক নির্বাচিত হতে পারেন কি না, সেটাও দেখার বিষয় ৷

ABOUT THE AUTHOR

...view details