পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lalu Prasad Yadav Gets Bail : ঝাড়খণ্ড আদালতে জামিন পেলেন পশুখাদ্য মামলায় দোষী লালু - লালুপ্রসাদ যাদব

এবছরেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে সিবিআই 5 বছরের কারাদণ্ড দিয়েছিল ৷ ডোরান্ডা অর্থ প্রতারণা মামলায় দোষী আরজেডি প্রধান আজ ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন (Lalu Prasad Yadav Gets Bail ) ৷

Jharkhand High Court Lalu Bail
লালুপ্রসাদ যাদবের জামিন

By

Published : Apr 22, 2022, 12:52 PM IST

Updated : Apr 22, 2022, 2:13 PM IST

রাঁচি, 22 এপ্রিল : জামিন পেলেন লালুপ্রসাদ যাদব ৷ ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁকে পশুখাদ্য মামলা কেলেঙ্কারিতে জামিন দিল (Jharkhand High Court granted bail to Fodder Scam Case convict RJD Chief Lalu Prasad Yadav) ৷ 15 ফেব্রুয়ারি পশুখাদ্য মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে দোষী সাব্যস্ত করে সিবিআইয়ের বিশেষ আদালত ৷ ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আরজেডি প্রধান (Rashtriya Janata Dal, RJD) ৷

21 ফেব্রুয়ারি দোষী লালুপ্রসাদকে সিবিআই আদালত 5 বছরের সাজা ঘোষণা করেছিল ৷ এর বিরুদ্ধে কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি ৷ আজ বিচারপতি অপরেশকুমার সিংহ তাঁর জামিন মঞ্জুর করেন ৷ ডোরান্ডা ট্রেজারি মামলায় দোষী লালুপ্রসাদ যাদব এখন জেলে ৷

আরও পড়ুন : Lalu Convicted in Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ, সাজা ঘোষণা 21 ফেব্রুয়ারি

এদিন আরজেডি প্রধানের আইনজীবী বলেন, "ঝাড়খণ্ড হাইকোর্ট আমাদের আবেদন গ্রহণ করে জামিন দিয়েছে ৷ আমরা আদালতে জানিয়েছি যে, তিনি এই মামলার শাস্তি হিসেবে পাঁচ বছরের অর্ধেক সময় জেলে ছিলেন ৷ তিনি 41 মাসের জন্য জেলে কাটিয়েছেন ৷"

মনে করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে আদালতের নির্দেশ নিম্ন আদালতে পাঠানো হবে এবং জামিনের বন্ড দিয়ে প্রবীণ নেতা লালুপ্রসাদের ছাড়পত্র মিলবে ৷

Last Updated : Apr 22, 2022, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details