লখনউ, 2 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। শনিবার তিনি দাবি, এটা বিজেপির ভ্যাকসিন। তাই তিনি এই ভ্যাকসিন নেবেন না। তিনি বলেন, "আমি কীভাবে ভ্যাকসিনকে বিশ্বাস করব। এটা তো বিজেপির তৈরি করা। আমরা বিজেপির ভ্যাকসিন নেব না।" একই সঙ্গে তিনি জানান, 2022 সালে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় আসবে। তার পর সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
অখিলেশের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, "এই মন্তব্য আসলে চিকিৎসক ও বিজ্ঞানীদের অপমান করা।" তাঁর কটাক্ষ, অখিলেশ ভ্যাকসিনকে বিশ্বাস করতে পারছেন না। আর উত্তরপ্রদেশের মানুষ অখিলেশকে বিশ্বাস করতে পারছেন না। তিনি এই মন্তব্যের জন্য অখিলেশের ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেছেন।