পশ্চিমবঙ্গ

west bengal

ISRO Launches SSLV-D2: সফল উৎক্ষেপণ এসএসএলভি-ডি2-এর, ছোট স্যাটেলাইট পাঠানোর ভিত শক্ত হল ইসরোর

By

Published : Feb 10, 2023, 12:16 PM IST

ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ক্ষেত্রে ভিত আরও শক্ত হল ইসরোর (ISRO Launches SSLV-D2)৷ শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হল এসএসএলভি-ডি2-এর ৷

ISRO Launches SSLV-D2 ETV Bharat
ইসরো

শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), 10 ফেব্রুয়ারি:সফল উৎক্ষেপণ হল ইসরোর (ISRO Launches SSLV-D2) দ্বিতীয় স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV D2)-এর ৷ শুক্রবার সকাল 9.18-তে শ্রীহরিকোটা থেকে ইওএস-07 স্যাটেলাইট এবং দুটি সহ-যাত্রী স্যাটেলাইটকে নিয়ে মহাকাশে পাড়ি দিল এসএসএলভি-ডি2 ৷

কোন কোন স্যাটেলাইট এসএসএলভি-ডি2-র যাত্রী: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্ধ্রপ্রদেশের প্রথম লঞ্চ প্যাড থেকে সকাল 9.18-তে 34-মিটার লম্বা এসএসএলভি রকেট উৎক্ষেপণ করেছে ৷ ইসরোর আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS-07), মার্কিন যুক্তরাষ্ট্রের আন্টারটিসের জেনাস-1 এবং চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়ার (Space Kidz India) আজাদিসস্যাট-2 (AzaddisSat-2) - এই তিনটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাত্রা করল এসএসএলভি-ডি2 ৷

এসএসএলভি-র বৈশিষ্ট্য কী: ছোট স্যাটেলাইটের বাজারের (Small satellite launch vehicles) ট্রেন্ডের দিকে নজর রেখে পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) 550 কেজি বহন ক্ষমতা-সহ এসএসএলভি তৈরি করেছে ইসরো । এসএসএলভি-ডি2-এর মোট ওজন 175.2 কেজি - ইওএস-07-এর ওজন 156.3 কেজি, জেনাস-1-এর 10.2 কেজি ও আজাদিস্যাট-2-এর ওজন 8.7 কেজি ৷ মহাকাশে কম খরচে প্রবেশাধিকার, কম সময়ে ফিরে আসা এবং একাধিক স্যাটেলাইট একসঙ্গে সফর করার সুযোগ এনে দিয়েছে এসএসএলভি রকেট ৷ এটি উৎক্ষেপণের পরিকাঠামোও ন্যূনতম ৷

আরও পড়ুন:সফল উৎক্ষেপণের পর কক্ষপথে স্থাপিত পিএসএলভি-তে পাঠানো 9টি উপগ্রহ

এটি তিনটি কঠিন চালনা পর্যায় এবং একটি বেগ টার্মিনাল মডিউল দিয়ে কনফিগার করা হয়েছে । প্রায় 56 কোটি টাকা খরচ করে তৈরি এসএসএলভি রকেটটি 34 মিটার লম্বা ৷ এর ব্যাস দুই মিটার ৷ এই যান 120 টন ওজন বহনে সক্ষম বলে জানিয়েছে ইসরো ।

এসএসএলভি-ডি2 অভিযানের উদ্দেশ্য: এই মিশনের উদ্দেশ্য হল, ইওএস-07, জেনাস-1 এবং আজাদিস্যাট-2 - এই তিনটি স্যাটেলাইটকে 450 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা ৷ ইসরো জানিয়েছে, শুক্রবারের মিশন প্রোফাইলের হিসাবে, প্রায় 13 মিনিটের মধ্যে এসএসএলভি রকেটটি ইওএস-07-কে বের করে দেবে এবং তার পরেই অন্য দুটি উপগ্রহ জেনাস-1 এবং আজাদিস্যাট-2 নির্গত হবে ৷ সবগুলোই নির্গত হবে 450 কিলোমিটার উচ্চতায় ৷

এসএসএলভি-র প্রথম উড়ান ব্যর্থ হয়: 2022 সালের 7 অগস্ট এসএসএলভি-র প্রথম রকেট -এসএসএলভি-ডি1-যাত্রা করার পর ব্যর্থ হয়েছিল ৷ কারণ রকেটটি ইওএস-01 এবং আজাদিস্যাট এই দুটি স্যাটেলাটকে ভুল কক্ষপথে রেখেছিল, যার ফলে তাদের ক্ষতি হয় ।

ABOUT THE AUTHOR

...view details