শ্রীহরিকোটা (অন্ধ্রপ্রদেশ), 10 ফেব্রুয়ারি:সফল উৎক্ষেপণ হল ইসরোর (ISRO Launches SSLV-D2) দ্বিতীয় স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV D2)-এর ৷ শুক্রবার সকাল 9.18-তে শ্রীহরিকোটা থেকে ইওএস-07 স্যাটেলাইট এবং দুটি সহ-যাত্রী স্যাটেলাইটকে নিয়ে মহাকাশে পাড়ি দিল এসএসএলভি-ডি2 ৷
কোন কোন স্যাটেলাইট এসএসএলভি-ডি2-র যাত্রী: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্ধ্রপ্রদেশের প্রথম লঞ্চ প্যাড থেকে সকাল 9.18-তে 34-মিটার লম্বা এসএসএলভি রকেট উৎক্ষেপণ করেছে ৷ ইসরোর আর্থ অবজারভেশন স্যাটেলাইট (EOS-07), মার্কিন যুক্তরাষ্ট্রের আন্টারটিসের জেনাস-1 এবং চেন্নাইয়ের স্পেস কিডজ ইন্ডিয়ার (Space Kidz India) আজাদিসস্যাট-2 (AzaddisSat-2) - এই তিনটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাত্রা করল এসএসএলভি-ডি2 ৷
এসএসএলভি-র বৈশিষ্ট্য কী: ছোট স্যাটেলাইটের বাজারের (Small satellite launch vehicles) ট্রেন্ডের দিকে নজর রেখে পৃথিবীর নিম্ন কক্ষপথে (LEO) 550 কেজি বহন ক্ষমতা-সহ এসএসএলভি তৈরি করেছে ইসরো । এসএসএলভি-ডি2-এর মোট ওজন 175.2 কেজি - ইওএস-07-এর ওজন 156.3 কেজি, জেনাস-1-এর 10.2 কেজি ও আজাদিস্যাট-2-এর ওজন 8.7 কেজি ৷ মহাকাশে কম খরচে প্রবেশাধিকার, কম সময়ে ফিরে আসা এবং একাধিক স্যাটেলাইট একসঙ্গে সফর করার সুযোগ এনে দিয়েছে এসএসএলভি রকেট ৷ এটি উৎক্ষেপণের পরিকাঠামোও ন্যূনতম ৷