তিরুঅনন্তপুরম, 4 নভেম্বর: কোনও সংস্থার শীর্ষপদে পৌঁছানোর জন্য প্রতিটি মানুষকেই কখনও না কখনও কোনও না কোনও সমস্যার সম্মুখীন হতে হয় ৷ শনিবার এমনই মন্তব্য করেছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ ৷ তিনি জানিয়েছেন, তাঁকেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে ৷
সেই বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি তিনি ৷ তবে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তিনি করেছেন নিজের আত্মজীবনীতে ৷ এ দিন এমনটাই জানিয়েছেন এস সোমনাথ ৷ তাঁর আত্মজীবনীর নাম - নীলাভু কুড়িচা সিমঙ্গল৷ তর্জমা করলে এর অর্থ - যে সিংহ চাঁদের আলো পান করেছে ৷
কী কী সমস্যার মুখোমুখি তিনি হয়েছেন, এই নিয়ে বিস্তারিত ব্যাখ্য়ায় না গেলেও এস সোমনাথ বলেছেন, "কিন্তু এটা (সমস্যা) কোনও বিশেষ ব্যক্তির বিরুদ্ধে নয় ৷" আসলে সোমনাথের আগে ইসরোর চেয়ারম্যান ছিলেন কে শিভান ৷ তাঁকে নিয়ে আত্মজীবনীতে সোমনাথ সমালোচনামূলক কিছু লিখেছেন বলে খবর ছড়িয়েছে ৷ সেই বিষয়টি নিয়েই এই কথা জানিয়েছেন সোমনাথ ৷
তিনি বলেন, "এই ধরনের গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তিদের বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতে পারে । তাদের মধ্যে একটি হল একটি প্রতিষ্ঠানে পদ পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ ৷ এগুলি এমন চ্যালেঞ্জ যার মধ্য দিয়ে সবাইকে যেতে হয় । একাধিক ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হতে পারে । আমি শুধুমাত্র সেই নির্দিষ্ট বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি । আমি এই বিষয়ে কোনও বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু লিখিনি ।"