হামাসকে শিক্ষা দেওয়ার সঙ্গেই প্রতিশোধ নেওয়ার বার্তা ইজরায়েলি রাষ্ট্রদূতের মুম্বই, 11 অক্টোবর: ইজরায়েল-হামাস সংঘর্ষের পঞ্চম দিনে ইটিভি ভারত-এর সঙ্গে কথা বললেন ইজরায়েলের কনসাল জেনারেল (ভারত) কোব্বি শোশানি ৷ একইসঙ্গে ইজরায়েলের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তিনি অবহিত করেছেন। যুদ্ধের আবহে হামাসের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে কোব্বি শোশানি আরও বলেন, "এটা স্পষ্ট যে ইরান ও হিজবুল্লাহর কিছু অজানা সদস্য এই হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত। তারা আমাদের নাগরিকদের ঘরবাড়ি ভেঙে যথেচ্ছ নির্যাতন চালাচ্ছে। এর জন্য হামাসকে চরম মূল্য অবশ্যই দিতে হবে।"
কোব্বি শোশানি তাঁর ক্ষোভ প্রকাশ করে সাফ জানান যে, তারা (ইজরায়েল) হামাসকে এমন একটি পাঠ শেখাবেন যা তারা (হামাস) সারাজীবন মনে রাখবে। একই সঙ্গে শোনানির দাবি, সন্ত্রাসবাদের থেকে বাঁচতে হলে লড়াই করতেই হবে। শোশানি আরও জানান, চলমান সংঘাতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সমর্থন ইজরায়েলকে লড়াই করার শক্তি এবং আত্মবিশ্বাস দিয়েছে। তবে হামাস যা করেছে তা চরম নিন্দার এবং অপমানেরও ৷ ইজরায়েলি নারীদের চূড়ান্ত অপমান করেছে হামাস, এমনও অভিযোগ শুনিয়েছেন শোনানি ৷
এরপরই শোনানি বলেন, "ইজরায়েল তাদের পালটা দেবে ৷ এরই সঙ্গে হামাসকে এমন একটি পাঠ শেখানো হবে যা তারা সারাজীবন মনে রাখবে।" কব্বি শোশানি আরও বলেন, "রাজনীতিকে একপাশে রেখে আমরা অপরাধ এবং মানবতার জন্য কালো অধ্যায়কে এমন ভাবেই দেখতে যাচ্ছি। আমাদের নারীদের বোরখা খুলে ফেলা হয়, আমাদের শিশু ও বৃদ্ধদের আক্ষরিক অর্থেই কেটে ফেলে দেওয়া হয়। এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অসাধারণ আয়রন ডোম ব্যবহার করে গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছি।"
আরও পড়ুন: আমেরিকা থেকে অস্ত্র-বোঝাই বিমান পৌঁছল ইজরায়েলে, পাশে থাকার বার্তা বাইডেনের
এরই পাশাপাশি, ভারতে ইজরায়েলের কনসাল জেনারেল কোব্বি শোশানি জানিয়েছেন, ইজরায়েলে ভারতীয়রা নিরাপদে আছে ৷ তেল আবিবে একটি রাষ্ট্রদূতের কার্যালয় রয়েছে সেখান থেকেই যাবতীয় সমন্বয় করা হচ্ছে। তাঁর কথায়, "আমরা এই যুদ্ধে জয়ী হব ৷ হামাস এবং যারা এই সংঘর্ষকে সমর্থন করে তাদের একটি পাঠ শিখিয়ে দেব যা সারাজীবন স্থায়ী হবে।" কোব্বির দাবি, আইএসআইএসও হামাসের এই হামলাকে সমর্থন করছে।