পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cinema Returns to Kashmir: তিন দশক পর ফিরছে বলিউড! প্রথম আইনক্স পেতে চলেছে কাশ্মীর - Srinagar INOX

শাম্মি কাপুরের সেই বিখ্যাত গান 'চাহে কোই মুছে জংলি কহে' মনে আছে ? বরফে ঢাকা গুলমার্গে সুপার হিরোর (Cinema Shooting in Kashmir Valley) সেই নাচ এখনও ভোলেনি অনেকেই ৷ আরও বহু সিনেমার সাক্ষী উপত্যকা (Cinema Returns to Kashmir) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 17, 2022, 7:30 AM IST

শ্রীনগর, 17 সেপ্টেম্বর:জম্মু-কাশ্মীরেপ্রথম মাল্টিপ্লেক্স তৈরির কাজ প্রায় শেষের পথে ৷ সেপ্টেম্বরের শেষে শ্রীনগরে (summer capital Srinagar) সিনেমা হলে যেতে পারবেন স্থানীয়রা ৷ বলিউডের সিনেমাও মুক্তি পাবে সেখানে ৷ এমনই ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে জম্মু ও কাশ্মীরে (INOX Multiplex in Kashmir near to completion after three decades) ৷

মাল্টিপ্লেক্সের মালিক জানালেন, কাশ্মীরে এই সময় একটা সিনেমা হল (multiplex in Kashmir) ভীষণ দরকার ৷ এক সময় কাশ্মীর বলিউড সিনেমার শুটিংয়ের আদর্শ জায়গা হয়ে উঠেছিল ৷ ছয়ের দশকে বিখ্যাত সেই গান 'চাহে কোই মুঝে জঙ্গলি কহে' কেউ ভোলেনি । বরফে ঢাকা গুলমার্গে শাম্মি কাপুরের সঙ্গে সঙ্গে মেতে উঠেছিল দেশবাসীও ৷ গানটি আজও সমান জনপ্রিয় ৷ এই প্রথম মাল্টিপ্লেক্স চালু হবে কাশ্মীরে ৷ তিন দশক পর বলিউড ফিরছে উপত্যকায় । বড়দের পাশাপাশি নাবালক থেকে শুরু করে শিশুদের জন্যও বিশেষ বন্দোবস্ত থাকবে ৷ থাকছে ফুড কোর্ট ৷

আরও পড়ুন: গুলাম নবি আজাদকে হুমকি জঙ্গি সংগঠনের

আধুনিক এই মাল্টিপ্লেক্সে তিনটি বড় অডিটোরিয়াম আছে ৷ এখানে 500 জনেরও বেশি দর্শক সিনেমা দেখতে পারবেন ৷ ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমে (Atmos Dolby digital sound) গমগম করবে মাল্টিপ্লেক্স ৷ কাশ্মীরি হস্তশিল্প দিয়ে সাজানো হচ্ছে জায়গাটি ৷ সিনেমা হলের একেবারে উপরে হাই-টেক গেম খেলার ব্যবস্থাও থাকছে ৷ স্থানীয় 60 জন তরুণ এখানে চাকরি পাবেন বলে জানা গিয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে, জানিয়েছে মালিক পক্ষ ৷

একটা সময় পর্যন্ত বলিউডি সিনের শুটিং আর কাশ্মীর যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল । তারপর হঠাৎ বদলে গেল সবকিছু। সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পূর্ণ নতুন করে লিখল উপত্যকার ভাগ্য । তিন দশক পর ছন্দে ফিরছে কাশ্মীর ৷ আইনক্স খুলছে ৷ বলিউড ফিরছে নিজের পছন্দের ঠিকানায় ।

ABOUT THE AUTHOR

...view details