শ্রীনগর, 17 সেপ্টেম্বর:জম্মু-কাশ্মীরেপ্রথম মাল্টিপ্লেক্স তৈরির কাজ প্রায় শেষের পথে ৷ সেপ্টেম্বরের শেষে শ্রীনগরে (summer capital Srinagar) সিনেমা হলে যেতে পারবেন স্থানীয়রা ৷ বলিউডের সিনেমাও মুক্তি পাবে সেখানে ৷ এমনই ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে জম্মু ও কাশ্মীরে (INOX Multiplex in Kashmir near to completion after three decades) ৷
মাল্টিপ্লেক্সের মালিক জানালেন, কাশ্মীরে এই সময় একটা সিনেমা হল (multiplex in Kashmir) ভীষণ দরকার ৷ এক সময় কাশ্মীর বলিউড সিনেমার শুটিংয়ের আদর্শ জায়গা হয়ে উঠেছিল ৷ ছয়ের দশকে বিখ্যাত সেই গান 'চাহে কোই মুঝে জঙ্গলি কহে' কেউ ভোলেনি । বরফে ঢাকা গুলমার্গে শাম্মি কাপুরের সঙ্গে সঙ্গে মেতে উঠেছিল দেশবাসীও ৷ গানটি আজও সমান জনপ্রিয় ৷ এই প্রথম মাল্টিপ্লেক্স চালু হবে কাশ্মীরে ৷ তিন দশক পর বলিউড ফিরছে উপত্যকায় । বড়দের পাশাপাশি নাবালক থেকে শুরু করে শিশুদের জন্যও বিশেষ বন্দোবস্ত থাকবে ৷ থাকছে ফুড কোর্ট ৷