পিলিভিট (উত্তরপ্রদেশ), 5 মার্চ : নেপাল পুলিশের গুলিতে নিহত এক ভারতীয়। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গেছে, মৃতের নাম গোবিন্দ (26)। গতকাল ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় ভারত-নেপাল সীমান্ত এলাকায়।
নেপাল পুলিশের গুলিতে নিহত 1 ভারতীয় - nepal
তিন সঙ্গী গিয়েছিলেন নেপাল-ভারত সীমান্তে। সেসময় নেপাল পুলিশের গুলিতে মৃত্য়ু হয় একজনের। নিখোঁজ 1।
গতকাল গোবিন্দ দুই সঙ্গীর সঙ্গে ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় যায়। গোবিন্দের দুই সঙ্গীর নাম পাপ্পু সিং এবং গুরমিত সিং। সেসময় আচমকা গুলি চালায় নেপাল পুলিশ। তাতেই মৃত্য়ু হয় গোবিন্দর। আহত অবস্থায় ফিরে আসে একজন এবং অপরজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, "এসএসবি-র কাছ থেকে আমরা খবর পাই কোনও একটি কাজে তিনজন সীমান্তবর্তী এলাকায় গিয়েছিল। সেসময় আচমকা গুলি চালায় নেপাল পুলিশ। ঘটনাস্থলে মৃত্য়ু হয় একজনের। বাকি দু'জনের মধ্য়ে একজন ফিরে এলেও, অপরজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।" ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।