পোরবন্দর, 22 নভেম্বর: আরব সাগরে ভারতীয় জলসীমায় আগেও বহুবার পাকিস্তানি ট্রলার আটকানো হয়েছে। ফের মঙ্গলবার ভারতীয় জলসীমা থেকে একটি সন্দেহভাজন পাকিস্তানি নৌকা আটক করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। পাকিস্তানি নৌকায় থাকা 13 জনকেও আটক করে ওখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ অরিঞ্জয় 21 নভেম্বর আরব সাগরে টহল দেওয়ার সময় একটি পাকিস্তানি নৌকা পরিদর্শন করছে। 21 নভেম্বর তারিখে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে ভারতীয় জলসীমার প্রায় 15 কিলোমিটার ভিতরে মাছ ধরছিল। চ্যালেঞ্জ পেয়ে এই নৌকা ছুটতে শুরু করে পাকিস্তানের দিকে। তবে ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ নৌকাটিকে আটক করে ভারতীয় জলসীমায় আটক করে।