কাঠমান্ডু(নেপাল), 20 এপ্রিল:সোমবার নেপালের অন্নপূর্ণা পর্বতে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু (34) ৷ তিনদিন পর অবশেষে বৃহস্পতিবার তাঁর খোঁজ পাওয়া গিয়েছে ৷ নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে । এদিন উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, অনুরাগের অবস্থা আশংকাজনক । রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা পর্বতারোহী অনুরাগ মালু ৷ 17 এপ্রিল বিকেলে তিনি অন্নপূর্ণার গভীর খাদে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷
অন্নপূর্ণা বিশ্বের দশম উচ্চতম পর্বত । সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা কাঠমান্ডু থেকে ফোনে এএনআইকে জানিয়েছেন, অনুরাগ বর্তমানে মণিপাল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন । তাঁর ভাই সুধীর জানিয়েছেন, অনুরাগকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে । রাজস্থানের আজমেঢ় জেলার কিষাণগড়ের বাসিন্দা অনুরাগ মালুকে খুঁজে বের করতে সোমবার থেকে তল্লাশি অভিযান চলছিল । সেভেন সামিট ট্রেকসের সভাপতি মিংমা শেরপা ওইদিন সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, তল্লাশি অভিযান চলছে ।
আরও পড়ুন:মৃত্যুকে হারিয়ে দুর্গম অন্নপূর্ণার শৃঙ্গ জয় হিমাচলের বলজিৎ কৌরের