পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কার্গিলে প্রথম রাতে সফল অবতরণ ভারতীয় বায়ুসেনার সি-130জে বিমানের - কার্গিল

Indian Air Force C-130 J Aircraft: কার্গিলে প্রথম রাতে সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার সি-130জে বিমানটি ৷ অবতরণের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্সে ৷

Indian Air Force
ভারতীয় বায়ুসেনা

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 10:13 PM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি: শনিবার রাতে কার্গিলে সফলভাবে অবতরণ করেছে ভারতীয় বায়ুসেনার সি-130জে বিমানটি ৷ এস্কে পোস্ট করে এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷ ভারতীয় বাসুসেনার তরফে 1 মিনিট 2 সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হয়েছে ৷ যেখানে কার্গিল এয়ারস্ট্রিপে ভারতীয় বায়ুসেনার বিমান সি-130 জে বিমানকে অবতরণ করতে দেখা গিয়েছে ৷ তবে বিমানটি অবতরণের আগে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বায়ুসেনাকে ৷ রাতে অবতরণ সম্পর্কে সেই বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে ভিডিয়োতে । ভারতীয় বায়ুসেনা এক্সে লেখে, "প্রথমবার আইএএফ সি-130জি বিমানটি সম্প্রতি কার্গিল এয়ারস্ট্রিপে রাতে অবতরণ করেছে । পথে ভূখণ্ডের মাস্কিং নিযুক্ত করে অনুশীলনটি গারুদের একটি প্রশিক্ষণ মিশনেরও সূচনা করেছে ৷"

ভারতীয় বায়ুসেনার পাইলটরা এর আগে একই বিমান ব্যবহার করে সাহসিকতার পরিচয় দিয়েছেন ৷ উত্তরাখণ্ড টানেল থেকে শ্রমিকদের উদ্ধার অভিযানে আইএএফ সি-130জি বিমানটি ব্যবহার করা হয়েছিল । আইএএফ উত্তরাখণ্ডের পুরনো এবং চ্যালেঞ্জিং এয়ারস্ট্রিপে দুটি সুপার হারকিউলিস বিমানকে সফলভাবে অবতরণ করিয়েছে । প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরিচালিত হয়েছিল এই গুরুত্বপূর্ণ মিশনটি ৷ পাহাড়ে নির্মাণকারী সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছিলেন 41 জন শ্রমিক ৷ তাঁদেরকে উদ্ধারের জন্য ভারী প্রকৌশল সরঞ্জাম এই বিমানে করে নিয়ে যাওয়া হয়েছিল ।

এর আগে গত বছর ভারতীয় বায়ুসেনা সুদানে একটি সাহসী মিশন চালিয়েছিল ৷ সেখানেও এই বিমানটি ব্যবহার করা হয়েছিল । আইএএফ তার সি-130জে সুপার হারকিউলিস বিমানকে অন্ধকারের মধ্যে অপ্রস্তুত রানওয়েতে অবতরণ করিয়েছিল এবং 121 জনকে সফলভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল ৷ তাঁদের উদ্ধার করে পরে সুদানের একটি ছোট বিমানঘাঁটি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন:

  1. সিল্কিয়ারা থেকে চিনিয়ালিসৌরের স্বাস্থ্যকেন্দ্র, 41 জন শ্রমিককে নিয়ে হৃষিকেশ এইমসে উড়ল চিনুক
  2. তেজসের তেজ ! আরও 97 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের, সংস্কারে সুখোই
  3. 72 ঘণ্টা পার, শ্রমিকদের উদ্ধারে উত্তরকাশীতে পৌঁছল বড় ড্রিল মেশিন

ABOUT THE AUTHOR

...view details