নয়া দিল্লি, 31 জানুয়ারি : বিশ্বের অন্য় যেকোনও দেশের তুলনায় ভারতে টিকাকরণের কাজ অনেক দ্রুত গতিতে চলছে৷ দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর মতে, অতিমারীর সময় শুধুমাত্র দেশবাসীর ঘরে ঘরে নয়, একইসঙ্গে বিশ্বের দরবারে সহযোগিতা পৌঁছে দিতে পেরেছে ভারত ৷ টিককারণের প্রক্রিয়ায় আমাদের দেশ স্বনির্ভর হওয়াতেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷
রবিবার রেডিয়োয় তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, ‘‘এক বছর ধরে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমরা ৷ ভারত যে শুধুমাত্র বিশ্বের বৃহত্তম কর্মকাণ্ড পালন করছে, তাই নয় ৷ একইসঙ্গে বিশ্বের বাকিদের তুলনায় দ্রুত গতিতে টিকাকরণের কাজ চলছে এখানে ৷ মাত্র 15 দিনেই দেশের 30 লক্ষেরও বেশি করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে ৷ আমেরিকা আর ব্রিটেনের এই একই লক্ষ্যমাত্রা পূরণ করতে সময় লেগেছিল যথাক্রমে 18 এবং 36 দিন ৷’’