পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাকিদের তুলনায় দ্রুত টিকাকরণ ভারতে: প্রধানমন্ত্রী - রেডিও

করোনা মোকাবিলায় বিশ্বের অন্য়ান্য় দেশের তুলনায় টিকাকরণে এগিয়ে ভারত ৷ দাবি প্রধানমন্ত্রীর ৷ রবিবার ‘মন কি বাত’-এ তিনি বলেন, আমেরিকা বা ব্রিটেনের তুলনায় অনেক দ্রুত গতিতে টিকাকরণের কাজ চলছে ভারতে ৷ একইসঙ্গে অন্য়দের দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দেশ৷ টিকা তৈরিতে স্বনির্ভর হওয়াতেই এটা সম্ভব হয়েছে ৷

India Vaccinating Its Citizens Faster Than Others: PM On "Mann Ki Baat"
বাকিদের তুলনায় দ্রুত টিকাকরণ ভারতে: প্রধানমন্ত্রী

By

Published : Jan 31, 2021, 1:32 PM IST

নয়া দিল্লি, 31 জানুয়ারি : বিশ্বের অন্য় যেকোনও দেশের তুলনায় ভারতে টিকাকরণের কাজ অনেক দ্রুত গতিতে চলছে৷ দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তাঁর মতে, অতিমারীর সময় শুধুমাত্র দেশবাসীর ঘরে ঘরে নয়, একইসঙ্গে বিশ্বের দরবারে সহযোগিতা পৌঁছে দিতে পেরেছে ভারত ৷ টিককারণের প্রক্রিয়ায় আমাদের দেশ স্বনির্ভর হওয়াতেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷

রবিবার রেডিয়োয় তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, ‘‘এক বছর ধরে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমরা ৷ ভারত যে শুধুমাত্র বিশ্বের বৃহত্তম কর্মকাণ্ড পালন করছে, তাই নয় ৷ একইসঙ্গে বিশ্বের বাকিদের তুলনায় দ্রুত গতিতে টিকাকরণের কাজ চলছে এখানে ৷ মাত্র 15 দিনেই দেশের 30 লক্ষেরও বেশি করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে ৷ আমেরিকা আর ব্রিটেনের এই একই লক্ষ্যমাত্রা পূরণ করতে সময় লেগেছিল যথাক্রমে 18 এবং 36 দিন ৷’’

করোনাকালে দেশবাসী যেভাবে একজোট হয়ে পরিস্থিতির মোকাবিলা করেছেন, এদিন তারও প্রশংসা করেছেন মোদি ৷ তিনি বলেন, ‘‘ভারতের উৎপাদিত টিকা আসলে ভারতের স্বনির্ভরতারই প্রমাণ ৷ এটা ভারতের গর্ব ৷ টিকা উৎপাদনে স্বনির্ভর বলেই ভারত আজ অন্য়দেরও সহযোগিতা করতে সক্ষম ৷ ভারতের এই কৃতিত্ব আমাদের মনে রাখতে হবে ৷’’

আরও পড়ুন:নারায়ণ দেবনাথের কোরোনা রিপোর্ট নেগেটিভ

গত বছরের 30 জানুয়ারি ভারতের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে ৷ দক্ষিণী রাজ্য় কেরালার এক বাসিন্দা কোভিড ভাইরাসে আক্রান্ত হন ৷ শনিবারই সেই ঘটনার বর্ষপূর্তি হয়েছে ৷ এর 24 ঘণ্টার মধ্য়েই অতিমারী মোকাবিলায় দেশের সাফল্যে খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনও পর্যন্ত গোটা দেশের করোনায় আক্রান্ত হয়েছেন মোট 1 কোটি 7 লক্ষ 46 হাজার 183 জন ৷ মৃত্যু হয়েছে 1 লক্ষ 54 হাজার 274 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details