নয়াদিল্লি, 25 অগস্ট : ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ 25 হাজার থেকে বেড়ে দৈনিক সংক্রমণ দাঁড়াল 38 হাজারের কাছাকাছি ৷ সংক্রমণ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 648 জনের ৷
আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 37 হাজার 593 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 25 হাজার 467 জন ৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 25 লাখ 12 হাজার 366 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 22 হাজার 327। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷