পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় 10 হাজার নামল

নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ কাল ছিল 44 হাজার ৷ আজ সংক্রমণ কমে 34 হাজারে (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Feb 14, 2022, 9:23 AM IST

Updated : Feb 14, 2022, 10:05 AM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) প্রকাশিত হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 34 হাজার 113 জন (India reports 34113 new COVID19 cases in the last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যা ছিল 44 হাজার 877 জন ৷

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 10 লক্ষ 67 হাজার 908 সংখ্যক করোনা পরীক্ষা (Tests conducted) হয়েছে ৷ এখনও অবধি 75 কোটি 18 লক্ষ সংখ্যক নমুনার পরীক্ষা হল ৷

তবে আক্রান্তের সংখ্যা কনলেও দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity rate) করোনা সংক্রমণের হার 3.17% থেকে সামান্য বেড়ে 3.19% ৷ দেশে প্রতিদিন যত সংখ্যক করোনা পরীক্ষা হয়, তার মধ্যে যত সংখ্যক মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে, তাকে দৈনিক পজিটিভিটি রেট বা করোনা সংক্রমণের হার বলে ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে পাঁচশোর ঘরে, মৃত 27

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 91 হাজার 930 জন করোনা সংক্রামিত সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 17 হাজার 591 ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 16 লক্ষ 77 হাজার 641 জন করোনা রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 97.37% থেকে সামান্য বেড়ে আজ 97.68% ৷

বিগত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 346 জন ৷ গতকাল প্রকাশিত হিসেবে 684 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছিল ৷ দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 9 হাজার 11 ৷

দেশে সক্রিয় রোগীর (Active caseload) মোট সংখ্যা 4 লক্ষ 78 হাজার 882 ৷ যা মোট সংক্রমণের 1.12% ৷

দেশে এখনও পর্যন্ত 172 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Dr Mansukh Mandaviya) টুইট করে জানিয়েছেন, দেশে 70% -এরও বেশি সংখ্যক 15-18 বছর বয়সীদের কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷

Last Updated : Feb 14, 2022, 10:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details