নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : দেশে ফের কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 27 হাজার 254 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 28 হাজার 591 জন ৷ এদিকে, অনেকটাই কমেছে মৃতের সংখ্যা ৷ গতকাল যেখানে 338 জনের মৃত্যু হয়েছিল ৷ সেখানে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 219 জনের ৷
বর্তমানে দেশে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 3 কোটি 32 লক্ষ 64 হাজার 175 জন ৷ মোট মৃত্যু হয়েছে 4 লাখ 42 হাজার 874 জনের ৷ দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 74 হাজার 269 জন ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 37 হাজার 687 জন ৷ এই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট 3 কোটি 24 লাখ 47 হাজার 32 জন ৷