পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : কমেছে সংক্রমণ ও মৃত্যু, উৎসবের মরসুমে স্বস্তি - COVID situation in India

দশমীর পর একাদশীতেও করোনার সংক্রমণ কমেছে আরও কিছুটা ৷ শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টে দেখা যাচ্ছে, শনিবার মৃত্যু সংখ্যাও কমেছে ৷ উৎসবের মরশুমে যেভাবে সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছিল সেভাবে না বাড়ায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন মানুষ ৷

Corona in India
Corona in India

By

Published : Oct 16, 2021, 12:43 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর : উৎসবের মরশুমে আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ দশমীর পর একাদশীতেও কমেছে সংক্রামিতের সংখ্যা ৷ যেভাবে সংক্রমণ বাড়ার আশঙ্কা করা হচ্ছিল, সেভাবে বাড়েনি ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 981 জন ৷ শুক্রবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল 16 হাজার 862 ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও কমেছে ৷ মৃত্যু হয়েছে 166 জনের ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 379 জন ৷ গত কয়েকদিন ধরে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা রয়েছে 20 হাজারের নিচে ৷

পাশাপাশি জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 861 জন ৷ শুক্রবার এই সংখ্যাটি খানিকটা বেশি ছিল ৷ 19 হাজার 391 জন ৷ তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 19 হাজার 808 জন ৷ অর্থাৎ দেখা যাচ্ছে, নতুন করে সংক্রমণের হার না বাড়লেও সুস্থতার হার বাড়েনি ৷

এর মধ্যেই কেরালার কোভিড পরিস্থিতি ভাবাচ্ছে ৷ সেরাজ্যে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 867 জন ৷ তবে আগের দিনের তুলনায় সংক্রমণের সংখ্যা কম ৷ শুক্রবারের বুলেটিন অনুযায়ী রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 246 জন ৷ গত 24 ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 67 জনের ৷ আগের দিন সংখ্যাটি ছিল 96 ৷ ফলে মৃত্যু কিছুটা কমেছে ৷ তবে দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে পিনারাই বিজয়নের রাজ্য ৷

স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিনে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন 3 কোটি 40 লক্ষ 53 হাজার 573 জন দেশবাসী ৷ এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা 2 লক্ষ 1 হাজার 632টি ৷ এখনও পর্যন্ত মোট 3 কোটি 33 লক্ষ 99 হাজার 961 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৷ করোনার কারণে দেশে মোট মৃত্যুর সংখ্যা 4 লক্ষ 51 হাজার 980 ৷ এর মধ্যেই 97 কোটি 23 লক্ষ 77 হাজার 45 জনকে করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকা নিয়েছেন 8 লক্ষ 36 হাজার 118 জন ৷

আরও পড়ুন : Corona Infection : পুজোর পাঁচদিনের ভিড়ের লড়াই নতুন করে করোনার ঝড় ডেকে আনবে না তো !

ABOUT THE AUTHOR

...view details