পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : দেশজুড়ে খানিকটা স্বস্তি, একদিনে 4 হাজার কমে সংক্রমণ 14 হাজারে

একই সঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে দুর্গাপুজো ও নবরাত্রি ৷ উৎসবের মরশুমে পরপর কয়েকদিন দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমায় স্বস্তিতে দেশবাসী ৷ তবে আনন্দের আবহে উৎসবের পরে ফের সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ তাই বারবার গোটা দেশকে করোনা বিধি মেনে উৎসবে সামিল হওয়ার সতর্কবার্তা দিচ্ছেন তাঁরা ৷

corona tracker
corona tracker

By

Published : Oct 12, 2021, 10:23 AM IST

নয়াদিল্লি, 12 অক্টোবর : দেশজুড়ে উৎসবের আবহে স্বস্তির খবর ৷ ফের নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 14 হাজার 313 জন ৷ সোমবারের দেওয়া বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল 18 হাজার 132 ৷ সামান্য কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 181 জনের ৷ আগের দিন যা ছিল 193 ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা 4 লাখ 50 হাজার 963 ৷

দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের (Active case) সংখ্যা 2 লাখ 14 হাজার 900 জন ৷ আগের দিন যা ছিল 2 লাখ 27 হাজার 347 জন ৷

একদিনে প্রায় পাঁচ হাজার রোগী করোনা জয় করলেন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 26 হাজার 579 জন ৷ আগের দিন যা ছিল 21 হাজার 563 জন ৷ গোটা দেশে সুস্থের সংখ্যা 3 কোটি 33 লাখ 20 হাজার 57 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত 95 কোটি 89 লাখ 78 হাজার 49টি টিকা দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 65 লাখ 86 হাজার 92টি টিকা দেওয়া হয়েছে ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ প্রদত্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সারা দেশে মোট 58 কোটি 50 লাখ 38 হাজার 43টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ এর মধ্যে গতকাল 11 লাখ 81 হাজার 766টি নমুনা পরীক্ষা হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :West Bengal Corona Update : একধাক্কায় 600-র ঘরে নেমে এল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

ABOUT THE AUTHOR

...view details