পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : সামান্য কমে সংক্রমণ 12 হাজারেই, কমল মৃত্যু

আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের পর দেশে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 3 কোটি 42 লাখ 85 হাজার 814 ৷ দৈনিক সংক্রমণ সামান্য কমলেও ফের নিম্নমুখী করোনায় মৃতের সংখ্যা ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লাখ 58 হাজার 437 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷

Corona in India
Corona in India

By

Published : Nov 1, 2021, 10:37 AM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর : দৈনিক সংক্রমণে খুব একটা হেরফের হয়নি আজ ৷ গত 24 ঘণ্টায় সামান্য কমেছে সংক্রমণ ৷ তবে মৃত্যু কমেছে বেশ কিছুটা ৷ গত 24 ঘণ্টায় দেশে 12 হাজার 514 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন যা ছিল 12 হাজার 830 জন ৷ মৃত্যু হয়েছে 251 জনের ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 446 জন ৷ এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷

আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দৈনিক সংক্রমণের পর দেশে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 3 কোটি 42 লাখ 85 হাজার 814 ৷ দৈনিক সংক্রমণ সামান্য কমলেও ফের নিম্নমুখী করোনায় মৃতের সংখ্যা ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লাখ 58 হাজার 437 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, আজ সকাল 8টা পর্যন্ত 12 হাজার 718 জন রোগী সুস্থ হয়েছেন ৷ এই নিয়ে দেশে মোট 3 কোটি 36 লাখ 68 হাজার 560 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷

বিগত 248 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের (Active Case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেবের পর দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 58 হাজার 817 জন ৷ আজ সকাল 8টার হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট 106 কোটি 31 লাখ 24 হাজার 205 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Corona in Bengal : রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা, শুধু কলকাতাতেই 6

ABOUT THE AUTHOR

...view details