নিউদিল্লি, 18 মে : সারা দেশে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক ৷ তারই মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দৈনিক সংক্রমণ ৷ টানা চারদিন ধরে কমছে দৈনিক সংক্রমণ । কিন্তু চিন্তা বাড়াচ্ছে মৃত্যু । গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 63 হাজার 533 জন ৷ মৃত্যু হয়েছে 4 হাজার 329 জনের ৷
এপ্রিল মাসের 21 তারিখ থেকে দৈনিক সংক্রমণের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী ৷ 3 লাখের উপরে ছিল দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ 21 এপ্রিলের পর গতকালই 3 লাখের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷
মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 2 কোটি 52 লাখ 28 হাজার 996 জন । মৃত্যু হয়েছে 2 লাখ 78 হাজার 719 জনের । কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 33 লাখ 53 হাজার 765 ।
সবকিছুর মধ্যে একটু হলেও স্বস্তি দিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা । একদিনে সুস্থ হয়ে উঠেছে 4 লাখ 22 হাজার 436 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়েছে 2 কোটি 15 লাখ 96 হাজার 512 জন ।
আরও পড়ুন : দুটি ডোজ় নিয়েও করোনায় মৃত্যু আইএমএ-র প্রাক্তন প্রেসিডেন্ট কে কে আগরওয়ালের
দৈনিক সংক্রমণের নিরিখে দেশে মহারাষ্ট্রের স্থান প্রথম ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 26 হাজার 616 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 1000 জনের ৷ এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক ও কেরালা ৷ কর্নাটকে একদিনে আক্রান্ত হয়েছে 38 হাজার 603, মৃত্যু হয়েছে 476 জনের ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্ত হয়েছে 21 হাজার 402 জন । মৃত্যু হয়েছে 87 জনের ৷
গত 24 ঘণ্টায় দেশে মোট 18 লাখ 69 হাজার 223 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 31 কোটি 82 লাখ 92 হাজার 881 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এপর্যন্ত 118 কোটি 44 লাখ 53 হাজার 149 জন টিকা পেয়েছেন ৷