পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলভূষণ নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করছে ভারত, দাবি পাকিস্তানের - পাকিস্তান সরকার

বৃহস্পতিবার, 17 জুন ভারতের তরফে পাকিস্তানকে "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) রিভিউ অ্যান্ড রিকনসিডারেশন বিল"-টি ফের খতিয়ে দেখতে বলেছিল ৷ তারই উত্তরে শনিবার পাকিস্তান দাবি করল যে ভারতই বিলটির অপব্যাখ্যা করছে ৷

পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব
পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব

By

Published : Jun 20, 2021, 1:15 PM IST

Updated : Jun 20, 2021, 2:01 PM IST

ইসলামাবাদ, 20 জুন : কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করছে ভারত ৷ দাবি করল পাকিস্তান ৷ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আইন অনুযায়ী "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) রিভিউ অ্যান্ড রিকনসিডারেশন বিল" প্রণয়ন করা হয়নি, জানিয়েছিল ভারত সরকার ৷ এই বিল কার্যকর হলে পাকিস্তানে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব তাঁর বিরুদ্ধে জারি করা মৃৃত্যুদণ্ডের আদেশ খারিজের আবেদন করতে পারবেন ৷ প্রয়োজনীয় আইনি সাহায্য পাওয়ার অধিকার দিতে বাধ্য থাকবে পাকিস্তান সরকার ৷

আরও পড়ুন : কুলভূষণের আবেদনের অধিকারের বিল ত্রুটিপূর্ণ !

বৃহস্পতিবার, 17 জুন পাকিস্তানকে "ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) রিভিউ অ্যান্ড রিকনসিডারেশন বিল" খতিয়ে দেখতে বলে ভারত সরকার ৷ বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচি বিলের একটি বিশেষ অংশ উল্লেখ করে বলেন, "পাকিস্তানের মিউনিসিপ্যাল কোর্ট সিদ্ধান্ত নেবে যে আদৌ পক্ষপাতদুষ্ট হয়ে যাদবকে কোনও আইনি সাহায্য নেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে কি না ৷ এটা আইন বিরুদ্ধ ৷ কোনও রাষ্ট্র যখন আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে বিল প্রণয়ন করেছে, তখন মিউনিসিপ্যাল কোর্ট সেই কাজের বিচারক হতে পারে না ৷"

এর উত্তরে শনিবার পাকিস্তান পাল্টা অভিযোগ করে যে ভারত আইসিজে-র আইনের "ভুল ব্যাখ্যা" করছে ৷ তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী সব শর্ত মেনে এই বিল তৈরি করেছে ৷ 51 বছর বয়সী কুলভূষণ পাকিস্তানের উচ্চ আদালতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ ফের খতিয়ে দেখার আবেদন জানানোর অধিকার পাবেন, জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রক ৷

2017-র এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেয় ৷ এই আদেশের বিরুদ্ধে আবেদন জানাতে কোনও আইনি সাহায্য নিতে দেওয়া হয়নি ভারতীয় বন্দিকে ৷ বারবার ভারত এই সাহায্য দেওয়ার কথা জানালেও পাকিস্তান কান দেয়নি ৷ 2019 সালে ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস-এর শরণাপন্ন হয় ৷ তারা পাকিস্তান সরকারকে দ্রুত কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশ "পর্যালোচনা আর বিষয়টি আরেকবার ভেবে দেখার", বন্দিকে আইনি সাহায্য দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেয় ৷ তার পরই এ বছরে সম্প্রতি পাকিস্তানের বিধানসভায় এই বিল পাশ করে ইমরান খানের সরকার ৷

Last Updated : Jun 20, 2021, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details