নয়াদিল্লি, 19 জুন : চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ ৷ যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ের থেকে এর প্রভাব কিছুটা কম হবে ৷ একটি সংবাদ সংস্থার সমীক্ষা অনুযায়ী এমনই তথ্য প্রকাশ্যে এসেছে ৷
বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, ভাইরোলজিস্ট, মহামারি নিয়ে গবেষণারত বিজ্ঞানী, অধ্যাপকদের নিয়ে এই সমীক্ষা করা হয় ৷ সমীক্ষায় এটা স্পষ্ট যে ভারতে চলতি বছরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ৷ তবে ঠিক কোন সময়ে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে ৷ 85 শতাংশের মতে, অক্টোবরেই ভারতে আসতে চলেছে তৃতীয় ঢেউ ৷ বাকি কিছুজনের মতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা অগাস্ট কিংবা সেপ্টেম্বরে ৷ চলতি বছরের নভেম্বরের শেষ থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিকেও বেছে নিয়েছেন বেশ কয়েকজন ৷
সময় নিয়ে দ্বন্দ্ব থাকলেও একটি বিষয় নিয়ে দ্বিমত নেই যে, বর্তমান দ্বিতীয় ঢেউয়ের তুলনায় আগত ঢেউয়ের প্রকোপ কিছুটা হলেও কম হবে ৷ তাঁর অন্যতম বড় কারণ অবশ্যই টিকাকরণ ৷ বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্ব যেভাবে টিকাকরণে সাড়া দিচ্ছে, তার ফলেই তৃতীয় ঢেউয়ের প্রকোপ কমানো সম্ভব হচ্ছে ৷ প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে অনেক বেশি রোগী আক্রান্ত হয়েছেন ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ এই অবস্থায় টিকা, ওষুধ, অক্সিজেন এবং পর্যাপ্ত হাসপাতাল শয্যার অভাবকেই দায়ী করছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সকলে ৷ তবে তৃতীয় ঢেউয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে, বলে মত তাঁদের ৷
এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার কথায়, টিকার সংখ্যা বাড়ছে ৷ এছাড়াও কোভিডের দ্বিতীয় ঢেউ থেকে কিছু ইমিউনিটি তৈরির ফলেই তৃতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কম হবে ৷ অধিকাংশ বিশেষজ্ঞদের মতে, চলতি বছর টিকাকরণের মাত্রা বাড়েছে, এবং তা বাড়তে চলেছে ৷ তবে টিকাকরণের পরই অনেক রাজ্যে কোভিডের একাধিক শিথিলতার বিপক্ষেই সওয়াল করেছেন তাঁরা ৷