দিল্লি, 2 ডিসেম্বর : 2021 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জ়নসনকে আমন্ত্রণ জানালো ভারত ৷ গত 27 নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্য়ে ফোনালাপের সময় এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর ৷ তবে, ভারত বা ইংল্য়ান্ড কোনও দেশের তরফে এই নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷
2021 প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রীকে
দুই দেশের প্রধানের মধ্য়ে ফোনে কথা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করে জানান, আগামী দশকগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে সম্পর্কের রোডম্য়াপ নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বরিস জ়নসনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ৷ দুই দেশের সার্বিক উন্নতির জন্য় সবদিক থেকে বোঝাপড়ার ক্ষেত্রে দু’পক্ষই সহমত পোষণ করেছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷
দুই দেশের প্রধানের মধ্য়ে ফোনে কথা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করে জানান, আগামী দশকগুলিতে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে সম্পর্কের রোডম্য়াপ নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী বরিস জ়নসনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ৷ দুই দেশের সার্বিক উন্নতির জন্য় সবদিক থেকে বোঝাপড়ার ক্ষেত্রে দু’পক্ষই সহমত পোষণ করেছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ যেখানে ব্য়বসা, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, আবহাওয়ার পরিবর্তন এবং সর্বপরি কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ ৷ ভারতের প্রধানমন্ত্রীর এই টুইটের জবাবে একটি টুইট করেন বরিস জ়নসন ৷ সেখানে তিনি নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ জানিয়ে লেখেন, নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর খুব ভালো আলোচনা হয়েছে ৷ 2021 সালে এবং তারও পরে ভারতের সঙ্গে ইংল্য়ান্ডের সম্পর্ককে আরো মজবুত করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানান বরিস জ়নসন ৷ তবে, দু’তরফে এই আমন্ত্রণ নিয়ে কোনও মন্তব্য় করা হয়নি ৷
প্রসঙ্গত, আগামী বছর G-7 সম্মেলনে যোগ দিতে লন্ডন যেতে পারেন প্রধানমন্ত্রী ৷ যেখানে ভারতের প্রধানমন্ত্রীকে হাজির থাকতে আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এছাড়াও, এবছর অতিথি হিসেবে G-7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিয়েছিলেন ৷ সেখানেই ভারতকে G-7 এর পূর্ণ সদস্য় করার প্রস্তাবও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ফলে আগামী বছরের G-7 সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ ৷