নয়া দিল্লি, 18 অগস্ট : আফগানিস্তানে কর্মরত ভারতীয় কর্মী, কূটনীতিক, সবাইকে কাবুল থেকে ফিরিয়ে আনা হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে নিশ্চত করল বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) ৷ একটি বিবৃতিতে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে "আজ বিকেলে দু-দফায় রাষ্ট্রদূত (Ambassador) এবং অন্য কর্মচারীরা নয়া দিল্লি পৌঁছেছেন ৷"
দ্বিতীয় দফায় ভারতীয় বায়ুসেনার (IAF) সি-17 (C-17) বিশেষ এয়ারক্রাফ্টে কাবুল থেকে কূটনীতিক, আধিরকারিক এবং সাংবাদিকদের নিয়ে আসা হয় ৷ বিমানটি গতকাল প্রথমে গুজরাতের জামনগরে (Jamnagar) নামে ৷ পরে দুপুর 1টা নাগাদ নয়া দিল্লিতে পৌঁছায় ৷ আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত (Indian ambassador to Afghanistan) রুদেন্দ্র ট্যান্ডনের (Rudrendra Tandon) সঙ্গে 120 জন কূটনীতিক, আধিকারিকরাও আসেন ওই বিমানে ৷