পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Evacuation of Indians : কাবুল থেকে দেশে ফিরেছে সব কর্মচারী, জানাল বিদেশমন্ত্রক - ভারতীয় রাষ্ট্রদূত

আফগানিস্তানের সংকটজনক পরিস্থিতিতে তড়িঘড়ি ফিরিয়ে আনা হয়েছে সব কর্মচারীদের ৷ দু'দফায় ভারতীয় বায়ুসেনার বিমানে কাল বিকেলে সবাই দেশে ফিরেছেন, জানিয়েছে বিদেশমন্ত্রক ৷

ভারতীয় বায়ু সেনার সি-17
ভারতীয় বায়ু সেনার সি-17

By

Published : Aug 18, 2021, 8:23 AM IST

নয়া দিল্লি, 18 অগস্ট : আফগানিস্তানে কর্মরত ভারতীয় কর্মী, কূটনীতিক, সবাইকে কাবুল থেকে ফিরিয়ে আনা হয়েছে ৷ মঙ্গলবার বিকেলে নিশ্চত করল বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) ৷ একটি বিবৃতিতে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে "আজ বিকেলে দু-দফায় রাষ্ট্রদূত (Ambassador) এবং অন্য কর্মচারীরা নয়া দিল্লি পৌঁছেছেন ৷"

দ্বিতীয় দফায় ভারতীয় বায়ুসেনার (IAF) সি-17 (C-17) বিশেষ এয়ারক্রাফ্টে কাবুল থেকে কূটনীতিক, আধিরকারিক এবং সাংবাদিকদের নিয়ে আসা হয় ৷ বিমানটি গতকাল প্রথমে গুজরাতের জামনগরে (Jamnagar) নামে ৷ পরে দুপুর 1টা নাগাদ নয়া দিল্লিতে পৌঁছায় ৷ আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত (Indian ambassador to Afghanistan) রুদেন্দ্র ট্যান্ডনের (Rudrendra Tandon) সঙ্গে 120 জন কূটনীতিক, আধিকারিকরাও আসেন ওই বিমানে ৷

আরও পড়ুন : Modi-Dibyendu : আফগান ইস্যুতে মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে চিঠি দিব্যেন্দুর

সোমবার প্রথম দফায় ভারতীয় বায়ু সেনার সি-17-এ 45 জন ভারতীয়কে আনা হয় ৷ যাদের মধ্যে অনেকেই আফগানিস্তানে ভারতের দূতাবাসে কর্মরত ছিলেন ৷

বিদেশ মন্ত্রকের তরফে তাদের কর্মচারীদের বিদেশমন্ত্রকের বিশেষ আফগানিস্তান সেলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছিল ৷ বিদেশমন্ত্রকের যোগাযোগের নম্বর +91-11-49016783, +91-11-49016784, +91-11-49016785 ৷ হোয়্যাটসঅ্যাপে (WhatsApp) +91 80106 11290৷ ইমেল: SituationRoom@mea.gov.in ৷

ABOUT THE AUTHOR

...view details