নয়াদিল্লি, 29 মার্চ:বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার পরও আগেই লোকসভা ও রাজ্যসভার ছাড়পত্র পেয়ে গিয়েছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতাবৃদ্ধির উদ্দেশে আনা কেন্দ্রের বিতর্কিত বিল ৷ দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের উপর চাপ আরও বাড়িয়ে এ বার তা আইনে পরিণত হয়ে গেল ৷ হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই সেই বিলে স্বাক্ষর করে তাকে আইনে পরিণত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এ বার কবে এই আইন বাস্তবায়িত হবে তা ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ আগামিকাল তাঁর বাইপাস অপারেশন হওয়ার কথা রয়েছে ৷ সেই হাসপাতাল থেকেই রবিবার দিল্লির বিতর্কিত কেন্দ্রীয় বিল দ্য গভর্মেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2021-এ সই করলেন রাষ্ট্রপতি ৷ গত বুধবার বিরোধীদের তীব্র বাগ-বিতণ্ডার মধ্যেই রাজ্যসভায় পাশ হয় এই বিল ৷ বিল পাশ হওয়া রুখতে রাজ্যের ভোটের ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে দিল্লি ছুটে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদরা ৷ বিভিন্ন রাজ্যের ভোট মেটা পর্যন্ত এই বিল নিয়ে সংসদে আলোচনা স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ তবে এতে লাভের লাভ কিছু হয়নি ৷