পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hooch Tragedy: নীতীশের ‘শুষ্ক’ বিহারে চোলাই মদের বিষক্রিয়ায় মৃত 8, মুখে কুলুপ পুলিশের - Bihar Police

মৃতদের সকলকে শনাক্ত করা গেলেও, চোলাই মদের বিষয়টিতে নীরব চম্পারণের পুলিশ । পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ৷ মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ প্রাথমিক তদন্তের পরই এনিয়ে কিছু বলা সম্ভব ৷’’

In Bihars Champaran 8 people allegedly died after consuming hooch
প্রতীকী চিত্র ।

By

Published : Nov 4, 2021, 6:58 PM IST

বেতিয়া, 4 নভেম্বর: সরকারি ভাবে নিষিদ্ধ ঘোষণা হলেও, দেদার মদের ফোয়ারা উঠছে বলে লাগাতার অভিযোগ করে আসছিলেন বিরোধীরা । ফের একবার সেই অভিযোগই সত্যি হয়ে ধরা দিল বিহারে । চোলাই মদের বিষক্রিয়ায় সেখানে 8 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । মৃত্যুর খবর মেনে নিলেও, চোলাই মদের বিষয়টিতে মুখে কুলুপ এঁটেছে বিহার সরকার ।

বিহারের চম্পারণ জেলার ঘটনা । স্থানীয়রা জানিয়েছেন, মৃতরা সকলেই তেলহুনা গ্রামের চমরটোলি এলাকার বাসিন্দা । বুধবার রাতে বেশ কয়েকজন মিলে চোলাই মদ পান করেন । কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে শুরু করেন তাঁরা । তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু বুধবার সকালে 8 জনের মৃত্যু হয় । এখনও চিকিৎসাধীন বেশ কয়েকজন ।

আরও পড়ুন:Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদী-শাহকে কটাক্ষ বিরোধীদের

মৃতদের সকলকে শনাক্ত করা গেলেও, চোলাই মদের বিষয়টিতে নীরব চম্পারণের পুলিশ । পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ৷ মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ প্রাথমিক তদন্তের পরই এনিয়ে কিছু বলা সম্ভব ৷’’

তবে পুলিশ এনিয়ে কিছু খোলসা করতে না চাইলেও, প্রশাসনের উপর বেজায় চটে রয়েছে স্থানীয়দের একাংশ ৷ তাঁদের দাবি, 2016-র 5 এপ্রিল রাজ্যে মদ উৎপাদন, বিক্রি, মজুত, সরবরাহ এবং পান, সব কিছু নিষিদ্ধ করে নীতীশ সরকার ৷ সমাজ এবং ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:Punjab Congress : বিধানসভা ভোটের আগে ঘরে-বাইরের দ্বন্দ্বে জেরবার পঞ্জাব কংগ্রেস

কিন্তু সরকারি ভাবে যা-ই ঘোষণা হোক না কেন, বিহারে আগের মতোই মদের কারবার চলছে বলে অভিযোগ স্থানীয়দের ৷ এর আগে, গত মাসেই মুজফ্ফরপুরে চোলাই মদের বিষক্রিয়ায় 8 জনের মৃত্যুর খবর মিলেছিল ৷ এর জন্য সরকারকেই দুষেছেন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, খাতায় কলমে সরকার মদ নিষিদ্ধ করলেও, উঁচুতলার প্রশাসনিক কর্তাদের মদতে সবকিছুই চলছে রাজ্যে ৷ বরং আগের চেয়ে বেশি দামে বিকোচ্ছে মদ ৷ যাঁদের কেনার সাধ্য নেই, তাঁরা চোলাই পান করেই সাধ মেটাতে যাচ্ছেন ৷ তাতেই একের পর এক বিপত্তি ঘটছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details