নয়াদিল্লি, 7 নভেম্বর: দিল্লির বাতাস যেভাবে ক্রমাগত বিষাক্ত হয়ে পড়ছে, তার মোকাবিলায় 'কৃত্রিম বৃষ্টি' আনার ব্যবস্থা করে ফেলল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-কানপুর ৷ গবেষকরা বলছেন যে, আইআইটি কানপুর বিশেষ পদ্ধতির মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত করবে, তা দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু দূষণ রোধে কার্যকরী সমাধান হতে পারে ৷ এই অনন্য প্রকল্পের পিছনে যে মানুষটি রয়েছেন তিনি হলেন, আইআইটি-কানপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল ।
ক্লাউড সিডিং নামে পরিচিত কৃত্রিম বৃষ্টি আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যা মেঘের মধ্যে মাইক্রোফিজিক্যাল প্রক্রিয়াগুলিকে পরিবর্তন করে বৃষ্টিপাত হওয়ার জন্য তৈরি করা হয়েছে । এই পদ্ধতিটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, সংযুক্ত আরব আমিরশাহী এবং অন্যান্য দেশে ব্যবহৃত হচ্ছে ৷ এই পদ্ধতি সাম্প্রতিক সময়ে জলের অভাব, খরা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যাগুলি মোকাবিলার জন্য ব্যবহৃত হয় ৷
চলতি বছরের জুলাইয়ে পরিচালিত সফল পরীক্ষার পরে এ বার বাস্তবে এই পদ্ধতি প্রয়োগের জন্য প্রস্তুত আইআইটি-কানপুর । তাদের দল কত বছর ধরে এই নিয়ে কাজ করছে এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক মণীন্দ্র বলেন যে, "তাঁরা পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন । বিমানের ডানাগুলিতে কিছু পরিবর্তন করা হয়েছিল (যেটি আইআইটি কানপুরে রয়েছে এবং মেঘের মধ্যে লবণ সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে) এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কিছু অংশ আমদানি করতে হয়েছে । মার্কিন যন্ত্রাংশ আমদানির জন্য আলোচনা অনেকটা সময় ব্যয় করেছিল এবং সেই সময় কোভিডও হানা দেয় । তাই তারা আমাদের অনেক সময় ব্যয় করেছে ।"