নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর:নতুন বর্ষের এমটেক (M Tech) ছাত্রদের জন্য 30 শতাংশ টিউশন ফি কমাল আইআইটি দিল্লি ৷ ছাত্রদের একটি অংশ ফি বৃদ্ধি নিয়ে নীরব প্রতিবাদ করে ৷ তারপরেই আইআইটির অধিকর্তা একটি কমিটি গঠন করেন ৷ সেই কমিটির সুপারিশের পরেই কমানো হল টিউশন ফি ৷
সম্প্রতি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (IIT) বেশ কয়েকটি কোর্সে ফি বৃদ্ধির বিরুদ্ধে ক্যাম্পাসে পড়ুয়ারা নীরব প্রতিবাদে সরব হয় ৷ এরপরই বিজ্ঞপ্তি জারি করে টিউশন ফি কমানোর কথা বলা হয়েছে আইআইটির তরফে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "যেসব পড়ুয়া 2021-22 বা তার পরে দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের জন্য ফি কমানো হল । টিউশন এবং অন্যান্য ফিও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হল । এমটেকের সারা বছরের টিউশন ফি প্রতি সেমিস্টারে 25 হাজার টাকা থেকে কমিয়ে করা হল 17 হাজার 500 টাকা ৷" এছাড়াও অন্যান্য স্নাতকোত্তর (পিজি) কোর্সগুলির টিউশন ফিও কমানো হয়েছে ।
শুক্রবার আইআইটি ক্যাম্পাসের উইন্ড টি করিডোরে বিভিন্ন কোর্সের পড়ুয়ারা জড়ো হয় ৷ তারা পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করে । স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া(SFI), আইআইটি দিল্লি স্টুডেন্টস কালেক্টিভ, আইআইটি-বোম্বে এবং আইআইটি-দিল্লির আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেল(APPSC)-সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় ।