দিল্লি, 11 ডিসেম্বর: এবার করদাতাদের 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে দেশের আয়কর দপ্তর । শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে আয়কর দপ্তর 89 লাখ আয়কর দাতাকে 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে।
89 লাখ করদাতাকে 1.45 লাখ কোটি ফেরত দেবে আয়কর দপ্তর - 89 লাখ করদাতাকে 1.45 লাখ কোটি ফেরত
বাণিজ্যিক সংস্থাগুলি ছাড়া সাধারণ করদাতারাও এই সুবিধা পাবেন । টুইট করে জানিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ।
I-T refunds worth Rs 1.45 lakh cr
এইসঙ্গে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক সংস্থাগুলি ছাড়া সাধারণ করদাতারাও এই সুবিধা পাবেন ।
একটি টুইটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, "সিবিডিটি (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস) 1.45 লাখ কোটি টাকা ফেরত দেবে 89.26 লাখ করদাতাকে । গত 1 এপ্রিল, 2020 থেকে 8 ডিসেম্বর, 2020 মধ্যে যাঁরা কর দিয়েছেন তাঁদের জন্য এই নিয়ম লাগু হবে ।