নয়াদিল্লি, 6 ডিসেম্বর : জঙ্গিদমন অভিযানের নামে সাধারণ মানুষের উপর সেনার নির্বিচারে গুলি ৷ নাগাল্যান্ডে সেনার গুলিতে 15 জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার উত্তাল দেশ ৷ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পরিপ্রেক্ষিতে সিট গঠনের নির্দেশ দিয়ে জানিয়েছেন মন জেলায় জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পেয়েছিল সেনা ৷ সেই কারণেই এই অভিযান ৷ তবে ঘটনার রেশ সহজে স্তিমিত হওয়ার নয় ৷
মন জেলার ঘটনার প্রতিবাদে সোমবার নাগাল্যান্ডের একাধিক মানবাধিকার সংগঠন এবং ছাত্রদলের মোমবাতি মিছিল দেখল রাজধানী (Human rights and student groups from Nagaland held candlelight vigil in New Delhi) ৷ নাগাল্যান্ড থেকে এসে এদিন নয়াদিল্লির নাগাল্যান্ড হাউসের সামনে মোমবাতি-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হলেন উত্তর-পূর্বের রাজ্যটির মানবাধিকার কর্মী এবং ছাত্রযুবরা ৷
আমাদের ঐক্যবদ্ধ করতে আর কত প্রাণের বলি দিতে হবে কিংবা নাগাল্যান্ডবাসীকে এবার একটু শান্তিতে থাকতে দিন ৷ এমনই বার্তা লেখা প্ল্যাকার্ডে এদিন রাজধানীর নাগাল্যান্ড হাউসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সংঘটিত করে সেরাজ্যের মানবাধিকার সংগঠন এবং ছাত্রদলের প্রতিনিধিরা ৷
ওটিং'য়ের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল নাগাল্যান্ডের মানবাধিকার কর্মী-ছাত্রযুবদের আরও পড়ুন : Amit Shah on Nagaland Firing : নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে নাগাল্যান্ডের মন জেলায় আপাতত ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করেছে রাজ্য সরকার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ো রাজ্য থেকে অবিলম্বে আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷ নাগাল্যান্ডের মন জেলার ওরিং গ্রামে 14 জন সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সাধারণ মানুষের বিদ্রোহের পাল্টা এমন গুলি চালনার ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেবিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷