পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nagaland civilian deaths : ওটিং'য়ের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল নাগাল্যান্ডের মানবাধিকার কর্মী-ছাত্রযুবদের - Human rights and student groups from Nagaland held candlelight vigil in New Delhi

মন জেলার ওটিংয়ের ঘটনায় নাগাল্যান্ডের একাধিক মানবাধিকার সংগঠন এবং ছাত্রদলের মোমবাতি মিছিল দেখল রাজধানী (Human rights and student groups from Nagaland held candlelight vigil in New Delhi) ৷ নাগাল্যান্ড থেকে এসে সোমবার নয়াদিল্লির নাগাল্যান্ড হাউসের সামনে মোমবাতি-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হলেন উত্তর-পূর্বের রাজ্যটির মানবাধিকার কর্মী এবং ছাত্রযুবরা ৷

Nagaland civilian deaths
ওরিং'য়ের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল নাগাল্যান্ডের মানবাধিকার কর্মী-ছাত্রযুবদের

By

Published : Dec 6, 2021, 10:50 PM IST

Updated : Dec 7, 2021, 9:34 AM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : জঙ্গিদমন অভিযানের নামে সাধারণ মানুষের উপর সেনার নির্বিচারে গুলি ৷ নাগাল্যান্ডে সেনার গুলিতে 15 জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার উত্তাল দেশ ৷ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পরিপ্রেক্ষিতে সিট গঠনের নির্দেশ দিয়ে জানিয়েছেন মন জেলায় জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পেয়েছিল সেনা ৷ সেই কারণেই এই অভিযান ৷ তবে ঘটনার রেশ সহজে স্তিমিত হওয়ার নয় ৷

মন জেলার ঘটনার প্রতিবাদে সোমবার নাগাল্যান্ডের একাধিক মানবাধিকার সংগঠন এবং ছাত্রদলের মোমবাতি মিছিল দেখল রাজধানী (Human rights and student groups from Nagaland held candlelight vigil in New Delhi) ৷ নাগাল্যান্ড থেকে এসে এদিন নয়াদিল্লির নাগাল্যান্ড হাউসের সামনে মোমবাতি-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হলেন উত্তর-পূর্বের রাজ্যটির মানবাধিকার কর্মী এবং ছাত্রযুবরা ৷

আমাদের ঐক্যবদ্ধ করতে আর কত প্রাণের বলি দিতে হবে কিংবা নাগাল্যান্ডবাসীকে এবার একটু শান্তিতে থাকতে দিন ৷ এমনই বার্তা লেখা প্ল্যাকার্ডে এদিন রাজধানীর নাগাল্যান্ড হাউসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সংঘটিত করে সেরাজ্যের মানবাধিকার সংগঠন এবং ছাত্রদলের প্রতিনিধিরা ৷

ওটিং'য়ের ঘটনার প্রতিবাদে রাজধানীতে মৌন মিছিল নাগাল্যান্ডের মানবাধিকার কর্মী-ছাত্রযুবদের

আরও পড়ুন : Amit Shah on Nagaland Firing : নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে নাগাল্যান্ডের মন জেলায় আপাতত ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করেছে রাজ্য সরকার ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিয়ো রাজ্য থেকে অবিলম্বে আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷ নাগাল্যান্ডের মন জেলার ওরিং গ্রামে 14 জন সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সাধারণ মানুষের বিদ্রোহের পাল্টা এমন গুলি চালনার ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেবিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷

Last Updated : Dec 7, 2021, 9:34 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details