নয়াদিল্লি, 5 মে : আধিকারিকদের জেলে পুরলেই দিল্লিতে অক্সিজেন পৌঁছে যাবে না ৷ রাজধানীতে মেডিক্য়াল অক্সিজেনের হাহাকার প্রসঙ্গে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের ৷ একই সঙ্গে কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন, দিল্লিতে অক্সিজেন সরবরাহের জন্য গত 3 মে থেকে কী কী পদক্ষেপ করা হয়েছে ? আদালতের সাফ কথা, মানুষের জীবনকে সবার আগে সুরক্ষিত করতে হবে ৷ এরপরই আদালত জানিয়ে দেয়, দিল্লিতে অক্সিজেন সরবরাহ নিয়ে একটি সুপরিকল্পিত পরিকল্পনা তৈরি করতে হবে কেন্দ্রকে ৷ যা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে সুপ্রিম কোর্টে পেশ করতে হবে ৷ দিল্লির অক্সিজেন সঙ্কট মেটাতে প্রয়োজনে কেন্দ্রকে ‘মুম্বই মডেল’ অনুসরণ করারও পরামর্শ দেয় শীর্ষ আদালত ৷
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবারই এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি তলব করে দিল্লি হাইকোর্ট ৷ তার বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র ৷ বুধবার সেই মামলারই শুনানি চলে শীর্ষ আদালতে ৷ মামলাটি ওঠে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের নেতৃত্বাধীন বেঞ্চে ৷ আদালত জানায়, গত 3 মে থেকে এখনও পর্যন্ত দিল্লিতে 700 মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশ কতটা পালন করা হয়েছে, তা কেন্দ্রের কাছে জানতে চায় আদালত ৷