নয়াদিল্লি, 27 মার্চ :করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে সব রাজ্যের প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দোল ও হোলির উৎসব ৷ সেই কথা মাথায় রেখেই হোলি নিয়ে জাতীয় রাজধানীর অঞ্চলের মানুষের কাছে আবেদন করল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ওই আবেদনে জানিয়েছেন যে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের কথা মাথায় রেখে হোলিতে জমায়েত যাতে না করা হয় ৷
দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষর তরফে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে উৎসবের সময় কোথাও কোনও জমায়েত করেছে, তা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে ৷ সত্যেন্দ্র জৈনের আবেদন, ‘‘আমি সকলের কাছে আবেদন করছি যে বাড়িতেই উৎসব পালন করুন ৷ উৎসব তো প্রতিবছর আসবে ৷ পরিস্থিতি ভালো হলে আবার প্রকাশ্যে উৎসব পালন করা যাবে ৷ এবার কোভিড-19 এর সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় প্রকাশ্যে উৎসব পালন করা এড়িয়ে চলাই ভালো ৷’’