বার্মিংহাম, 4 অগস্ট: ভারোত্তলোনে দেশকে সোনার স্বাদ দিয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি । এবার কমনওয়েলথের মঞ্চে ফের বাজিমাত আরেক বাঙালির । হাওড়ার শিউলির মতো পোডিয়ামের মধ্যমণি হতে না পারলেও 'ইতিহাস' গড়েছেন সৌরভ ঘোষাল । স্কোয়াসে সিঙ্গলসে ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি । এই প্রথম কমনওয়েলথে স্কোয়াসের ব্যক্তিগত ইভেন্টে পোডিয়ামে পা রাখলেন কোনও ভারতীয় (Historic medals for India in Squash And High Jump in CWG 2022)।
বার্মিংহামে তৃতীয় স্থানের ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে 3-0 ব্যবধানে হারিয়ে অনায়াস জয় পেয়েছেন বঙ্গ-তারকা । ম্যাচের ফল 11-6, 11-1, 11-4 । 2018 সালে গোল্ড কোস্টে মিক্সড ডাবলসে শ্যালিকা দীপিকা পাডিক্কলের সঙ্গে জুটি বেঁধে রুপো জিতেছিলেন তিনি । আন্তর্জাতিক পর্যায়ে গ্লাসগোয় বিশ্বচ্যাম্পিয়নশিপে দীপিকার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন । বিশেষজ্ঞদের মতে, সেই সাফল্য সৌরভের ঝুলিতে 'সেরা' হলেও ইতিহাস গড়ার পদক অনেক বেশি তৃপ্তি দেবে তাঁকে ।
আরও পড়ুন : অচিন্ত্যর কাহিনী প্রেরণা দেয় ! বাংলার অখ্যাত দেওলপুরের সোনাজয়ীকে অভিনন্দন সচিনের
একইদিনে নজির গড়েছেন তেজস্বী শংকরও । পুরুষদের হাই জাম্প ফাইনালে ব্রোঞ্জ ঘরে তুলেছেন তিনি । কমনওয়েলথ গেমস 2022-এ অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট) এটাই ভারতের প্রথম পদক । শুধু তাই নয়, কমনওয়েলথের মঞ্চে এটাই হাই জাম্পে ভারতের প্রথম পদক । 2.2 মিটার লাফিয়ে তৃতীয় স্থান পেয়েছেন শংকর ।
অন্যদিকে, বার্বাডোজকে 100 রানে হারিয়ে কমনওয়েলথের শেষ চারে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল । হকিতেও শেষ চারে পৌঁছেছে মেয়েরা । সেমিফাইনালে অজিদের কঠিন চ্যালেঞ্জ সামলাবেন রানি রামপালেরা । ভারোত্তলোনে পুরুষদের 109 কিলো ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং । বক্সিংয়ে একটা অঘটন ঘটেছে অবশ্য ৷ ছিটকে গিয়েছন লভলিনা ৷ তবে পদকের আশা জিইয়ে রেখে সেমিফাইনালে উঠেছেন নিখাত জারিন । মহিলা জুডোর 78 কেজি ফাইনালে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছেন তুলিকা মান । শেষ পর্যন্ত রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় জুডোকাকে ।