গুয়াহাটি (অসম), 26 অগস্ট : রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ শুক্রবার কংগ্রেস (Congress) থেকে পদত্য়াগ করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ এই ইস্য়ুতেই অসমের মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ৷ তাঁর কটাক্ষ, রাহুল আসলে বিজেপির (BJP) জন্য আশীর্বাদ ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নেতা গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রায় 50 বছরের ৷ দলের অন্দরে সাংগঠনিক নির্বাচনের দাবিতে তিনি বেশ কয়েক বছর ধরে সরব ছিলেন ৷ শুক্রবার রাহুলের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস থেকে তিনি পদত্যাগ করেন ৷ কংগ্রেসের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন গুলাম নবি ৷ সেখানে কাঠগড়ায় তুলেছেন রাহুলকেই ৷ রাহুলের শিশুসুলভ আচরণের জন্য আজ কংগ্রেসের এই দুর্দশা বলে তিনি অভিযোগ করেছেন ৷
ফলে এদিন সকাল থেকেই এই নিয়েই আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে ৷ এই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ৷ কারণ, এক সময় তিনিও কংগ্রেসে ছিলেন ৷ পরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন ৷