সিমলা, 17 অগস্ট: নাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ ৷ বৃষ্টিজনিত কারণে গত তিন দিনে সেখানে 72 জনের মৃত্যু হয়েছে । বর্ষার শুরু থেকেই বৃষ্টি প্রবল আকারে আঘাত হেনেছে পাহাড়ি রাজ্যে ৷ ভারী বৃষ্টিতে সিমলা, কুলু, মাণ্ডি ও চাম্বা-সহ প্রায় সব জেলাই বিপর্যস্ত ৷ হাজারেরও বেশি রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷
তিনি বলেন, "আমার সরকার রাস্তা, বিদ্যুৎ ও জল সরবরাহের মতো নানা সুবিধেগুলি পুনরুদ্ধার করার চেষ্টা করছে । এগুলি করতে সাময়িক ভাবে এক মাস সময় লাগলেও, পুনরায় আবার পরিকাঠামো গড়ে তুলতে এক বছর সময় লেগে যাবে ৷"
সুখু আরও বলেন, বৃষ্টির কারণে যে পরিকাঠামোগত ক্ষতি হয়েছে, তা ঠিক করতে 2024 সালের সেপ্টেম্বর মাস লেগে যাবে ৷ হিমাচলের উদ্যানপালকরা আপেলের বাজারে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সে জন্য রাস্তাগুলি আগে সারানো হবে বলে জানিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী ৷
কেন্দ্রের থেকে সাহায্য: মুখ্যমন্ত্রী সুখু আরও বলেন যে, বৃষ্টির কারণে হিমাচল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ৷ বহু রাস্তায় ভেসে গিয়েছে এবং অনেক বাড়িঘরও ধ্বংস হয়ে গিয়েছে । বিপর্যয়ে আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করেছে কেন্দ্রীয় দল ৷ রাজ্য কেন্দ্রের থেকে প্রথম দফার ত্রাণের অর্থের অপেক্ষায় রয়েছে বলে জানান সুখু ৷