অমরাবতী, 9 অগস্ট: মার্গদর্শী চিটফান্ড মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি রেখেছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এন জয়সুরিয়া এই নির্দেশ দেন। মার্গদর্শী চিটফান্ড কোম্পানির অনুমোদিত প্রতিনিধি পি রাজাজি এ বছরের 30 জুলাই চিট রেজিস্ট্রার দ্বারা জারি করা পাবলিক নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ এই নোটিশে গ্রাহকদের এই গোষ্ঠীকে নিয়ে কোনও আপত্তি আছে কিনা তা জানাতে বলা হয় ।
মার্গদর্শী চিটফান্ড কোম্পানির দায়ের করা আবেদনের উপর বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে ৷ মঙ্গলবার এই মামলায় রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল শ্রীরামের পালটা সওয়াল করার কথা ছিল । তবে একই সময়ে তিনি অন্য আদালতে শুনানিতে হাজির ছিলেন । তাই এজির পক্ষে বিশেষ সরকারি কৌঁসুলি সুমন বুধবার মার্গদর্শী মামলার শুনানি মুলতবি করার আবেদন জানান। এ নিয়ে 9 অগস্ট অর্থাৎ আজ পর্যন্ত শুনানি মুলতবি করেন বিচারপতি ।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে মার্গদর্শী চিটফান্ড কোম্পানির পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী নাগামুথু এবং ধাম্মলাপতি শ্রীনিবাস ৷ তাঁরা বলেন, চিট ব্যবস্থাপনায় কোনও ত্রুটি থাকলে ফোরম্যান বা অধিকর্তাকে তা সংশোধন করার ক্ষমতা দেয় চিটফান্ড আইন ৷ তাঁদের দাবি, চিটফান্ড শাখাগুলোয় ইনস্পেকশন চালানো সহকারী রেজিস্ট্রার যদি কোনও ত্রুটি খুঁজে পান, তবে তাঁর চিট আইনের ধারা অনুসারে ফোরম্যানকে সংশোধন কারার জন্য একটি 'নোটিশ' দেওয়া উচিত ৷
আরও পড়ুন:মার্গদর্শী চিট গোষ্ঠীর সাসপেনশনকে চ্যালেঞ্জ করে অন্ধ্র হাইকোর্ট সওয়াল-জবাব
তাঁরা বলেন যে ত্রুটিগুলি সংশোধন না করলে ধারা 48 (এইচ) এর অধীনে চিট গ্রুপ বন্ধ করার পদক্ষেপ নেওয়া যেতে পারে । কিন্তু, সহকারী রেজিস্ট্রার ফোরম্যানকে নোটিশ দেননি । এই প্রেক্ষাপটে, চিট রেজিস্ট্রার/ডেপুটি রেজিস্ট্রারের কাছ থেকে চিট গ্রুপগুলিকে সাসপেনশনের প্রশ্নই আসে না । রেজিস্ট্রার অফ চিটস কর্তৃক জারি করা পাবলিক নোটিশটি অবৈধ।