লখনউ, 13 নভেম্বর:হজ যাত্রীদের জন্য সুখবর ৷ অপ্রয়োজনীয় খরচ কাটছাঁট করে হজ যাত্রায় খরচ 1 লক্ষ টাকা কমিয়ে আনল কেন্দ্রীয় সরকার ৷ শনিবার ন্যাশনাল হজ কমিটি এবং অন্য সব রাজ্যের হজ কমিটিগুলির মধ্যে হজ যাত্রা নিয়ে বৈঠক হয় ৷ সেখানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে (Haj pilgrimage cheaper by 1 lakh) ৷
উত্তরপ্রদেশের রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহসিন রাজা সাংবাদিকদের জানান, হজ তীর্থযাত্রীদের স্বার্থে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই বৈঠকে নেতৃত্ব প্রদান করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী স্মৃতি ইরানি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে, হজ তীর্থযাত্রীরা হজ যাত্রায় গেলে এখন থেকে 1 লক্ষ টাকা বাঁচাতে পারবেন ৷ এছাড়া কোনও বেসরকারি সংস্থা যাত্রা শুরুর আগে হজ যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করতে পারবে না ৷