বেনারস, 17 অগস্ট: জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে আলোচনা বা নিষ্পত্তির যাবতীয় সম্ভাবনা নাকচ করে দিল হিন্দু পক্ষ ৷ জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বৃহস্পতিবার বিতর্কিত ইস্যুতে আদালতের বাইরে নিষ্পত্তির কোনও সম্ভাবনা নাকচ করে দিয়ে জানান যে, এটি সিপিসি'র অধীনে আইনত সম্ভব নয়।
এর আগে বিশ্ব বৈদিক সনাতন সংঘের আন্তর্জাতিক সভাপতি জিতেন্দ্র সিং বিসেন চিঠি লিখে অঞ্জুমান ইন্তেজামিয়াকে জ্ঞানবাপী মামলায় আদালতের বাইরে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছিলেন ৷ যার পালটা এদিন আইনজীবী বলেন, “এই প্রস্তাবের কোনও আইনি মূল্য নেই । সিপিসি-এর 23 নম্বর আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত সব পক্ষ একমত না হয়, ততক্ষণ পর্যন্ত কোনও আপস করা যাবে না । এবং দেশ ও সমাজ সম্পর্কিত বিষয়ে, যেখানে সমগ্র সমাজকে সম্পৃক্ত করে একটি প্রতিনিধিত্বমূলক মামলা দায়ের করা হয়, সে ক্ষেত্রে ব্যক্তি বা দল এককভাবে তার নিষ্পত্তি করতে চাইলেও পারবে না ৷ তাই আদালতের বাইরে নিষ্পত্তির জন্য এই উদ্যোগটি সিপিসির অধীনে আইনত সম্ভব নয় ৷”
তাঁর আরও সংযোজন, "আমাদের পক্ষ বা ক্লায়েন্টদের কেউই নিষ্পত্তির জন্য প্রস্তুত নয় ।" আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানিয়েছেন, তারা আপস করতে কোনওভাবেই ইচ্ছুক নয় ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, এক্ষেত্রে হিন্দু পক্ষকে তাদের কিছু অধিকার ছেড়ে দিতে হবে । কিন্তু তারা এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় । তিনি বলেন, “মীমাংসা বা সমঝোতা কীভাবে হবে? একটি আপস তখনই হয়, যখন আপনি আপনার কিছু অধিকার ছেড়ে দেন ৷ অথবা অন্য পক্ষ তাদের কিছু ছেড়ে দেন । এখানে আমরা এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নই । আমরা ব্যারিকেডের ভিতরে পুরো এলাকা চাই ৷”