সিধরা (জম্মু), 28 ডিসেম্বর: জম্মুর সিধরাতে নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই (Gunfight Breaks Out Between Secirity Forces and Militants in Jammus Sidhra) ৷ ঘটনায় 3 জঙ্গিকে নিকেশ করা গিয়েছে বলে জম্মু পুলিশের তরফে জানানো হয়েছে (Terrorist Neutralised in Jammu) ৷ এদিন বিশেষ সূত্রে ওই 3 জঙ্গির আত্মগোপন করে থাকার খবর পেয়ে যৌথ অভিযানে নামে আধাসেনা ও পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন জম্মু জোনের অ্যাডিশনাল ডিজি মুকেশ সিং ৷ পুরো এলাকাকে ঘিরে ফেলে এখনও তল্লাশি অভিযান চলছে ৷
জম্মু জোনের ডিজি জানিয়েছেন, নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে জম্মু পুলিশ এবং আধাসেনা যৌথ অভিযান চালায় সিধরার ওই এলাকায় ৷ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হয় ৷ বাহিনীর তল্লাশি অভিযানের সময় তাঁদের লক্ষ্যে করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ৷ জবাব পালটা গুলি চালায় জওয়ানরা ৷ বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় 3 জঙ্গিকে খতম করা গিয়েছে বলে জম্মু পুলিশের তরফে জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, গত সোমবার জম্মু ও কাশ্মীরের মেন্ধর সাব-ডিভিশনের পুঞ্চ থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে ৷ আধাসেনা ও পুলিশের যৌথ অভিযানে স্থানীয় এক জঙ্গি সংগঠনের ওই সদস্যকে গ্রেফতার করা হয় ৷ গত রবিবার ওই জঙ্গির পুঞ্চ এলাকায় আত্মগোপন করে থাকার খবর পেয়েছিল বাহিনী ৷ সেই অভিযানে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করেছিল আধাসেনা ৷ পুলিশ জানিয়েছিল, ওই জঙ্গি সালওয়া এলাকার বাসিন্দা ছিল ৷ তার নাম তৈয়াব খান ৷ পুঞ্চের জঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল ৷