রাজকোট, 2 জুন : পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত এক ব্য়ক্তিকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল গুজরাতের রাজকোটের একটি আদালত ৷ সূত্রের খবর, 42 বছরের ওই ব্য়ক্তি তার বাবার সাহায্য়ে বাকিদের খুন করেছিল ৷
ঘটনাটি ঘটে 2017 সালের অক্টোবর মাসে ৷ স্ত্রী দীপালি (36) মা ভারতী (63) এবং ছেলে মাধবকে (5) খুন করে অল্পেশ ভাজানি নামে ওই ব্য়ক্তি ৷ মামলা চলাকালীন অল্পেশের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হয় ৷ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৷ মঙ্গলবার এই মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা বিচারক পি এন দাভে ৷
পুলিশ সূত্রে খবর, একসঙ্গে তিনজনকে খুনের পর অল্পেশ ও তার বাবা 67 বছরের জিতু ভাজানিকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয় ৷ যার ভিত্তিতেই অল্পেশ ও তার বাবাকে পাকড়াও করে পুলিশ ৷ ওই সুইসাইড নোটটি অল্পেশেরই লেখা ৷ তাতে সে দাবি করেছিল, তাদের পুরো পরিবার ঋণে জর্জরিত ৷ তার উপর অল্পেশের মা ভারতী গুরুতর অসুস্থ ছিলেন ৷ তাঁর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পথে বসার দশা হয়েছিল পরিবারের বাকি সদস্যদের ৷ এরপরই পরিবারের সকলে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে দাবি অল্পেশের ৷