বারদোলি (গুজরাত), 9 এপ্রিল: প্রবাসী ভারতীয় তথা এনআরআই (নন রেসিডেন্ট ইন্ডিয়ান) রা কেমন জায়গায় থাকেন ? এই প্রশ্ন করলে উত্তর আসতেই পারে, এমন জায়গা যা শহরের সঙ্গে যুক্ত, যেখানে ঝকঝকে তকতকে রাস্তা, দারুণ সুযোগ সুবিধা, ইন্টারনেট পরিষেবা, ইলেকট্রিসিটি এই সব কিছু রয়েছে হাতের নাগালে । কিন্তু গুজরাতের সুরাত শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এমন একটি গ্রাম রয়েছে যা এই এনআরআই- শব্দের মানে বদলে দিয়েছে অন্যরকমভাবে । সুরাত জেলার বারদোলি তালুকের আফওয়া গ্রামটি এনআরআই গ্রাম হিসাবে পরিচিত । কারণ এখানকার বাসিন্দার 80 শতাংশ এখন বিদেশে বসবাস করেন ।
আসলে, গ্রামটির উন্নয়নের একটা ইতিহাস রয়েছে । সালটা 1975 । সেই সময়ে আফওয়াতে একটি ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল । সেই সময়ের শহরের সুযোগ সুবিধা কিছুই ছিল না । কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আফওয়া সবরকম সুযোগ সুবিধার কাঠামো তৈরি করে অগ্রগতির পথে এগিয়ে গিয়েছে । প্রথমবার আফওয়ায় প্রবেশ করলে এটিকে একটি ছোট শহর বলে ভুল হতে পারে । কেননা, আফওয়াতে ওভারহেড কেবলের জঞ্জাল নেই, চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন, ড্রেনেজ সিস্টেম খুব পরিষ্কার, ঘন ঘন লোডশেডিং হয় না । তবে মজার বিষয় হল, এখানে শহরের মতো সেই কোলাহল নেই । নেই হই-হট্টগোল, চিৎকার-চেঁচামেচি । বরং বাতাসে ভেসে বেড়ায় মনোরম ভজনের সুর । ভেসে আসে কোনও দূর ঘর থেকে যা শান্তি ও প্রশান্তির পরিবেশ তৈরি করে ।
আরও পড়ুন: পণে মেলেনি বিএমডব্লিউ, নববধূকে বিমানবন্দরে রেখে চলে গেল পাত্রপক্ষ