পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Employees Provident Fund: বাড়ল পিএফে সুদের হার, বড় ঘোষণা মোদি সরকারের - সুদের হার

সামনেই লোকসভা ভোট ৷ তার আগে কর্মচারীদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের ৷ 2022-2023 আর্থিক বছরে বাড়ল পিএফে সুদের হার ৷

Etv Bharat
পিএফ-এ বাড়ল সুদের হার

By

Published : Jul 24, 2023, 3:00 PM IST

Updated : Jul 24, 2023, 3:26 PM IST

নয়াদিল্লি, 24 জুলাই:চাকুরিজীবীদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের ৷ বাড়ল পিএফে সুদের হার ৷ 2022-23 আর্থিক বছরে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল প্রকল্পে (পিএফ) আমানতের উপর 8.15 শতাংশ সুদের হার অনুমোদন করেছে কেন্দ্র ৷

গত 28 মার্চ ইপিএফও সংস্থা জানায়, ছয় কোটিরও বেশি গ্রাহকের জন্য 2022-23-এর অর্থবর্ষে কর্মচারীদের ভবিষ্যনিধি তহবিলে আমানতের সুদের হার বাড়িয়ে 8.15 শতাংশ করা হয়েছে। আর সোমবার জারি করা একটি নির্দেশিকা অনুসারে, সব দফতর এবং সংস্থাগুলিকে 2022-23 এর জন্য ইপিএফ-এ 8.15 শতাংশ সুদ চাকুরিজীবীদের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য জানানো হয়েছে।

চলতি বছরের মার্চের শুরুতে ইপিএফও কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত পিএফ সুদের হারে অর্থমন্ত্রকের সম্মতির পরই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ একইসঙ্গে জানা গিয়েছে, দেশে পিএফের সব অফিসগুলিতেই এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে দ্রুত গ্রাহকদের অ্যাকাউন্টে বর্ধিত সুদের হার জমা করার প্রক্রিয়া শুরু করা হয় ৷ ইপিএফের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার 1952 কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্যারা 60 (1)-এর অধীনে এই সুদ বাড়ানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ইপিএফ স্কিমের আওতায় থাকা প্রত্যেককে এবার থেকে এই হারে সুদ দিতে হবে ৷

আরও পড়ুন: মণিপুরের পাশে আছে ইন্ডিয়া, একজোট হয়ে জোরালো বার্তা বিরোধীদের; মোদির বিবৃতি দাবি

2022 সালের মার্চ মাসে, কর্মচারীদের ভবিষ্যনিধি তহবিল সংস্থা (ইপিএফও) 2021-22-এর জন্য পিএফ-এর আমানতের সুদের হার 8.50 শতাংশ থেকে কমিয়ে চার দশকের সর্বনিম্ন 8.10 শতাংশে নিয়ে এসেছিল। উল্লেখ্য, 1977-78 সালের পর এটিই সর্বনিম্ন ছিল ৷ 77-78 সালে পিএফ-এর আমানতে সুদের হার কমে 8 শতাংশে দাঁড়িয়েছিল। ইপিএফ সংস্থা জানিয়েছে, গত আর্থিক বছরে আমানতের উপরে 8.15 শতাংশ হারে সুদ দেওয়া হবে। ইপিএফ কর্তৃপক্ষ তাদের সমস্ত শাখা অফিসকেও এই মর্মে নির্দেশিকাও জারি করেছে ৷

Last Updated : Jul 24, 2023, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details