দিল্লি, 29 জানুয়ারি: কোরোনা পরিস্থিতির সুষ্ঠু মোকাবিলার জন্য় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘‘কোভিডের ফলে যেসব ক্ষেত্রের মানুষ কর্মহীন হয়েছেন, সেইসব ক্ষেত্রগুলিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার৷’’
রাষ্ট্রপতি মনে করেন, কেন্দ্রের সঠিক সিদ্ধান্তই বহু মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সঠিক সময় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেই দেশের বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল ৷ এর জেরে নতুন করে আক্রান্তের সংখ্য়া দ্রুত কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও৷’’