কলকাতা, 20 ডিসেম্বর : গোয়ায় কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদানের স্রোত অব্যাহত । এবার কংগ্রেস থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগদানের জন্য কলকাতায় এলেন আরও এক বিধায়ক (Another Goa Congress MLA Aleixo Reginaldo Lourenco resigns)। ওই বিধায়কের নাম অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো । তিনি গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি ৷ এদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ।
তৃণমূল সূত্রে খবর, এই বিধায়ক কলকাতায় এসেছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্যই (Goa Congress MLA Aleixo Reginaldo Lourenco set to join TMC) । মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আলেমাও চার্চিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন । তৃণমূল সুপ্রিমো সফরকালে তিনি বিধানসভায় তাঁর দল ছাড়ার কথা লিখিতভাবে স্পিকারকে জানিয়েছিলেন ।
একইভাবে অ্যালেক্সিও রেজিনাল্ডোও অধ্যক্ষকে তাঁর পদত্যাগপত্র জমা দিয়ে কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্যই এসেছেন । এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফেলেইরো সদবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন ৷ তার পর থেকে গোয়ায় অনেকেই ঘাসফুলে শিবিরে এসেছেন ৷