কলকাতা, 18 অগস্ট :সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই (CBI) আসলে খাঁচায় বন্দি তোতাপাখি ৷ কেন্দ্রের ক্ষমতায় যখন যে শাসক আসে, তাদের ইশারাতেই কাজ করতে হয় এই তদন্তকারী সংস্থাকে ৷ গত কয়েক বছরে এই অভিযোগ বারবার উঠেছে ৷ এবার মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) একটি নির্দেশ সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিয়ে দিল ৷
মঙ্গলবার তামিলনাড়ুর (Tamilnadu) হাইকোর্ট সিবিআই-এর আরও স্বাধীনতার পক্ষে সওয়াল করেছে ৷ আদালতের মতে, কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা স্বশাসিত হওয়া উচিত ৷ আর তাদের জবাবদিহি করা উচিত শুধুমাত্র সংসদে ৷
আরও পড়ুন :Shashi Tharoor : সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় স্বস্তি শশীর
মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের (Maduari Bench) দুই বিচারপতি এন কিরুবাকরণ ও বি পুগালেন্ধির এজলাসে চিটফান্ড সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল ৷ 300 কোটি টাকার ওই প্রতারণার মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে ৷ এই মামলার শুনানি চলাকালীন দুই বিচারপতি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সিবিআই-কে স্বশাসিত করার জন্য একটি আইন আনার কথা ভেবে দেখতে পারে ৷ নির্বাচন কমিশন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের মতো সিবিআই-এরও স্বাধীনভাবে কাজ করা উচিত ৷’’
গত কয়েক বছরে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বিশেষ করে মোদি (Narendra Modi) জমানায় বিরোধীদের কণ্ঠরোধ করতে এবং বিরোধী নেতাদের হেনস্তা করতে সিবিআই-কে ব্যবহার করা হয় বলে অভিযোগ ৷ সারদা (Saradha Scam) ও নারদা (Narada Case) মামলা আদালতের নির্দেশে হলেও ভারতীয় জনতা পার্টিকে (BJP) সুবিধা পাইয়ে দিতে কেন্দ্রীয় সরকার এই মামলার তদন্তকে প্রভাবিত করছে বলেও অভিযোগ উঠেছে ৷