পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Girl Raped by Insta Friend: গুজরাতে তরুণীকে ধর্ষণে অভিযুক্ত ইনস্টাগ্রাম থেকে পরিচয় হওয়া যুবক - Raoe

ইনস্টাগ্রাম থেকে পরিচিত হওয়া যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন গুজরাতের এক তরুণী ৷ তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযুক্তকে খুঁজছে পুলিশ ৷

Girl Raped by Insta Friend:
Girl Raped by Insta Friend:

By

Published : Apr 1, 2023, 6:33 PM IST

ভদোদরা (গুজরাত), 1 এপ্রিল: এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গুজরাতের ভদোদরায় ৷ শনিবারই এই অভিযোগ সামনে এসেছে ৷ অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর ইনস্টাগ্রামের মাধ্যমে বন্ধুত্ব হয় বলে জানা গিয়েছে ৷ প্রায় দু’বছরের বন্ধুত্ব তাঁদের মধ্যে ৷ মেয়েটি এখন কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ৷ পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ ৷

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে মেয়েটি জানিয়েছে, অভিযুক্তের নাম ফয়জল জাকির দেওয়ান ৷ ফয়জলের সঙ্গে তাঁর দু’বছর আগে ইনস্টাগ্রামে বন্ধুত্ব ৷ তার পর চ্যাটিং ৷ পরে নিয়মতি দেখাও হত ৷ সেই সময় থেকেই ফয়জল একাধিকবার ধর্ষণ করেছেন ৷ তাঁর সঙ্গে জোর করে অপ্রাকৃতিক যৌন সম্পর্ক স্থাপন করেছেন ৷ তাঁকে জাতিবিদ্বেষমূলক গালিগালাজও করে ৷ দীর্ঘদিন ধরে তাঁর উপর এই অত্যাচার চালাচ্ছেন ফয়জল ৷ বাধা দিলে তাঁকে মারধর করা হত বলে মেয়েটির অভিযোগ ৷

ওই তরুণীর আরও দাবি, তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত ফয়জল ৷ এমনকী, ফয়জল তাঁকে জানিয়েছিল যে যেহেতু তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে, তাই তাঁকে বিয়ে না করলেও পার্টনার হিসেবে রেখে দেবেন তিনি ৷

পুলিশ জানিয়েছে, মেয়েটি প্রথমদিকে সব অত্যাচার সহ্য করেছেন ৷ পুলিশের কাছে অভিযোগ দায়েরের কথাও ভেবেছেন ৷ কিন্তু সামাজিক সম্মানহানির ভয়ে পিছিয়ে গিয়েছেন ৷ কিন্তু অত্যাচারের মাত্রা দিনদিন বাড়তে থাকায় অবশেষে মেয়েটি ভদোদরার সালভি থানায় ফয়জলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি-র ধারা তো দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব (প্রিভেনশন অফ অট্রোসিটিস) অ্যাক্টেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷

পুলিশ আরও জানিয়েছে, মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ তদন্ত চলছে ৷ অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি ৷ তার সন্ধানে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন:মধ্যরাতে যৌন হেনস্থা, যুবককে কুপিয়ে 'খুন' তরুণীর

ABOUT THE AUTHOR

...view details