দিল্লি, 6 জুন : আজ ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম ৷ 4 জুনের পর 48 ঘণ্টা কাটতে না কাটতেই বাড়ল দাম ৷ জুন মাসে এই নিয়ে তৃতীয় বার দাম বাড়ল ৷
মুম্বইতে পেট্রলের দাম 27 পয়সা বেড়ে হল 101.25 টাকা ৷ ডিজেলের দাম বেড়েছে 31 পয়সা ৷
দেশের চারটি শহরে আজ জ্বালানির দাম
পেট্রলের বর্ধিত মূল্য-
দিল্লি - 95.03 টাকা
মুম্বই - 101.25 টাকা
চেন্নাই - 96.47 টাকা